img

Follow us on

Tuesday, Jan 21, 2025

RG Kar Verdict: রায়ে সন্তুষ্ট নন, চলবে আন্দোলন, জানালেন জুনিয়র ডাক্তাররা

Junior Doctors: আদালতের রায় নিয়ে ক্ষোভ প্রকাশ জুনিয়র ডাক্তারদের...

img

আরজি কর হাসাপাতাল (ফাইল ছবি)

  2025-01-21 12:17:35

মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Verdict) মামলায় গতকাল সোমবারই সামনে এসেছে চূড়ান্ত রায়। ধর্ষণ-খুনে একমাত্র অপরাধী সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ, সঞ্জয় রায়ের অপরাধ ‘বিরলতম’ নয়। তাই তাকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছে আদালত। প্রসঙ্গত, এই রায় সামনে আসতেই তীব্র ক্ষোভ দেখা গিয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বড় অংশের মধ্যে। আরজি কর আন্দোলনের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়ার সংবাদমাধ্যমে বলেন, ‘‘সঞ্জয় যে একা নয়, আরও অনেকে ওই ঘটনায় জড়িত এটা বোঝার জন্য কোনও আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। তাই শুরু থেকেই সিবিআই তদন্ত নিয়ে আমাদের প্রশ্ন ছিল।’’ তিনি বলেন, ‘‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। আরজি করের (RG Kar Verdict) নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন চলবে।’’ বস্তুত, এদিন রায়দানের পরেই বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, এই রায় নিয়ে আপত্তি থাকলে তাঁরা হাইকোর্টে যেতে পারেন।

কেন ধামাচাপা দিতে তৎপর হয়েছিল পুলিশ, প্রশ্ন জুনিয়রদের (RG Kar Verdict)

প্রসঙ্গত, অনেকের মতো জুনিয়র চিকিৎসকরাও ভেবেছিলেন বিরলতম অপরাধ হিসেবে সঞ্জয়কে ফাঁসির সাজা শোনাবে শিয়ালদা আদালত। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কথায়, ‘‘যেভাবে কর্তব্যরত একজন চিকিৎসককে কর্মস্থলে ধর্ষণ করে খুন করা হয়েছে, তাকে বিরলতম আখ্যা দেয়নি আদালত। এটা দুর্ভাগ্যের। তাই অপরাধীদের চূড়ান্ত শাস্তির দাবিতে আন্দোলন চলবে।’’ তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের কথায়, ‘‘শুধু সঞ্জয় রায় একা যদি দোষী হবে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ কেন ঘটনাটিকে ধামাচাপা দিতে এত তৎপর হয়ে উঠেছিল?  কেন তড়িঘড়ি শেষকৃত্য করা হল? দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানালেও কেন তা গুরুত্ব দেওয়া হল না?’’

অর্ধেক জাজমেন্টের উপর রায় দেওয়া হয়েছে দাবি জুনিয়রদের

আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar Verdict) হাসপাতালের প্রাক্তনী চিকিৎসক তাপস প্রামাণিক বলেন, ‘‘আমরা সম্পূর্ণ খুশি নই। আমরা সেদিন খুশি হব যেদিন বাকি অপরাধীরাও ধরা পড়বে। তার সঙ্গে ফাঁসির সাজা শোনানো হবে।’’ মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্রের কথায়, ‘‘এটা বিচারের নামে প্রহসন। মূল চক্রী কারা? এই ঘটনার মোটিভ কী, তা বের করতে হবে। আমরা হতাশ। আমাদের এই আন্দোলন চলবে।’’ জুনিয়র চিকিৎসক সৌমদীপ রায় বলেন, ‘‘এখানে আমাদের খুশি হওয়ার কিছুই নেই। কারণ প্রশ্ন আছে অনেকগুলি। যার উত্তর পাওয়া যায়নি। যে দোষী, তার সঙ্গে সমপরিমাণে দোষী তথ্যপ্রমাণ লোপাটকারীরাও। এখানে অর্ধেক জাজমেন্টের ওপর রায় দেওয়া হয়েছে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

madhyom news

news in bengali

junior doctors

rg kar verdict 


আরও খবর


ছবিতে খবর