img

Follow us on

Saturday, Oct 05, 2024

Rajasekhar Mantha: বিচারপতি মান্থার এজলাসের ঘটনা নিন্দনীয়! রাজ্যে আসছে বার কাউন্সিলের প্রতিনিধি দল

রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলার পাশাপাশি, ওই প্রতিনিধি দল ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও দেখবেন

img

প্রতীকী ছবি।

  2023-01-13 16:15:33

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বার কাউন্সিল। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার বিপক্ষে সম্প্রতি যে নজিরবিহীন বিক্ষোভ দেখা গিয়েছিল আইনজীবীদের একাংশের, এবার সেই ঘটনার প্রতিবাদে চিঠি গেল বার কাউন্সিলের কাছে। বার কাউন্সিলের কাছে জমা পড়া সেই পিটিশনের প্রেক্ষিতে রাজ্যে প্রতিনিধিদল পাঠানো হচ্ছে।

রাজ্যে বার কাউন্সিলের প্রতিনিধি দল 

সুপ্রিম কোর্ট (Supreme Court) , দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এবং রাজধানীর বিভিন্ন নিম্ন আদালতে (courts) কর্মরত একদল আইনজীবী গত সোমবারের ওই ঘটনার তীব্র নিন্দা করে চিঠি দেন বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে (Council of India)। ওই  চিঠিতে আইনজীবীরা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত আইনজীবীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক বার কাউন্সিল।  কলকাতা হাইকোর্টের ওই ঘটনাকে অত্যন্ত নিন্দাজনক বলে ব্যাখ্যা করেছেন বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র। তিনি জানিয়েছেন, বার কাউন্সিলের তিন সদস্যের প্রতিনিধি দল কলকাতায় আসবেন। এখানকার পরিস্থিতি ঘুরে দেখে দিল্লিতে ফিরে তাঁরা হাইকোর্টের ঘটনা নিয়ে বার কাউন্সিলে একটি রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেবে বার কাউন্সিল। 

আরও পড়ুুন: ‘চিন সেনা মোতায়েন করলেও, ভারত জবাব দিতে প্রস্তুত’, বললেন সেনা প্রধান

কী করবে ওই দল 

জটলা ও বিক্ষোভ সরলেও, এখনও কার্যত অচল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস। অধিকাংশ মামলায় অনুপস্থিত সরকারি আইনজীবী। এখনও পর্যন্ত ২৪ টি মামলার শুনানিতে অনুপস্থিত সরকারি আইনজীবীরা। বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন না একাংশের আইনজীবী। ফলে পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। বার কাউন্সিলের চেয়ারম্যান এদিন কড়া ভাষায় জানিয়েছেন, “আইনজীবীদের ভদ্রলোকের মতো ব্যবহার করা উচিত। কিন্তু দিনের পর দিন এই ধরনের ঘটনা বাড়ছে। যদি কোথাও কোনও ক্ষেত্রে আপত্তি থাকে, তাহলে তাঁরা প্রধান বিচারপতির কাছে যেতে পারতেন, কিংবা সংশ্লিষ্ট প্লাটফর্মে নিজেদের কথা জানাতে পারতেন।” তিনি জানান, রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলার পাশাপাশি, ওই প্রতিনিধি দল ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও দেখতে চেয়েছেন। বারের তরফে রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’র প্রতিনিধিদলে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অশোক মেহতা এবং দিল্লি হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা বন্দনা কৌর গ্রোভার। আগামী ১৭ জানুয়ারি (বুধবার) বারের কাছে রিপোর্ট পেশ করবেন তাঁরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

High Court

Justice rajasekhar Mantha

lawyers bar council of india


আরও খবর


ছবিতে খবর