img

Follow us on

Sunday, Jan 19, 2025

Kaliachak: কালিয়াচক ধর্মান্তরণের ঘটনায় সিবিআইকে রিপোর্ট পেশ করতে নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার

রাজশেখর মান্থার এদিন কালিয়াচকের পরিস্থিতির সাপেক্ষে এনআইএ-এর তদন্ত রিপোর্টও জমা করতে নির্দেশ দেন

img

কলকাতা হাইকোর্ট

  2023-02-21 13:46:13

মাধ্যম নিউজ ডেস্ক: মালদার কালিয়াচকে (Kaliachak) খোদ আইসির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জোর করে এক হিন্দু পরিবারকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করার। গত বছরের প্রথমেই এই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। মামলা গড়ায় হাইকোর্ট অবধি। বেশ কয়েকবার শুনানিও হয় বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে। আজ অর্থাৎ ২০ ফেব্রুয়ারিও শুনানি হয় এই মামলায়। হাইকোর্টের ১৩ নম্বর ঘরে এই মামলার শুনানির সময় বিচারপতি রাজশেখর মান্থার সিবিআইকে গোটা ঘটনার রিপোর্ট পেশের জন্য নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যের মধ্যে কালিয়াচক হল অত্যন্ত স্পর্শকাতর থানা। অনুপ্রবেশ, বেআইনি গোরুপাচার, অস্ত্রের কারবার, কালোটাকা উদ্ধারে বারবার নাম জড়িয়েছে কালিয়াচকের। গত বছর এক হিন্দু পরিবারকে ইসলাম ধর্মে ধর্মান্তকরনের অভিযোগ, কাঠগড়ায় খাড়া করা হয় খোদ থানার আইসি-কে। এই মর্মে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি বলেই অভিযোগ তোলেন ধর্মান্তকরনের শিকার পরিবারটি। পরবর্তীকালে এটা নিয়ে রাজ্য জুড়ে হইচই শুরু হলে ২০২২ সালের ৪ জানুয়ারি কালিয়াচক (Kaliachak) থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারিনী কলাবতী মণ্ডলের বিবৃতি ছিল, জোর করে তাঁকে এবং তাঁর স্বামীকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়, গোটা ঘটনায় আইসি নিজে চাপ দিতে থাকেন তাঁদের উপর। গত বছরের ১৯ মে বিচারপতি রাজশেখর মান্থার গোটা ঘটনার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন মালদার পুলিশ সুপারকে। ওই নির্দেশে বিচারপতি বলেন, ২১ জুন ২০২২ এর মধ্যে রিপোর্ট জমা দিতে হবে পুলিশ সুপারকে।

পরিবারটির পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশও দেন বিচারপতি

এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে সিবিআই-এর তরফে হাজির ছিলেন আইনজীবি বিল্বদল ভট্টাচার্য এবং কল্লোল মন্ডল। রাজশেখর মান্থার এদিন কালিয়াচকের পরিস্থিতির সাপেক্ষে এনআইএ-এর তদন্ত রিপোর্টও জমা করতে নির্দেশ দেন। যদিও এনআইএ-এর কোনও প্রতিনিধি আজ হাইকোর্টে উপস্থিত ছিলেন না। বিচারপতি এদিন আরও বলেন, অভিযোগ উঠছে যে এখনও ওই পরিবারকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কালিয়াচক (Kaliachak) থানা যেন পরিবারটির সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে চলতি বছরের ১১ এপ্রিল। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশ, ধর্মান্তকরনের অভিযোগ বারবার করে আসছে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি। আজকে সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষন সেই অভিযোগকেই মান্যতা দিল বলে মনে করছে বিভিন্ন মহল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Tags:

kaliachak


আরও খবর


ছবিতে খবর