img

Follow us on

Friday, Nov 22, 2024

Kite Flying Protest: আরজি কর-কাণ্ডে এবার ‘আকাশ দখল’, বিশ্বকর্মা পুজোয় কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ

Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর দিন আকাশে উড়বে ‘বিচার চাই’ লেখা কালো ঘুড়ি...

img

বিশ্বকর্মা পুজোর দিন আকাশে উড়বে প্রতিবাদের ঘুড়ি। সংগৃহীত চিত্র

  2024-09-16 16:44:57

মাধ্যম নিউজ ডেস্ক: শরতের নীল আকাশে ভাসছে সাদা মেঘ। যদিও বাংলার বাতাসে পুজোর গন্ধ ম্লান। শহরের অলি-গলিতে কান পাতলে শোনা যাচ্ছে প্রতিবাদী স্লোগান। চোখে পড়ছে দফায়-দফায় মিছিল। রাত দখল, মানব বন্ধন সবই হয়েছে। আরজি কর-কাণ্ডে বিচারের দাবি নিয়ে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষ-বিরোধী নেতারা। এবার বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja Day) দিন আকাশে কালো ঘুড়ি উড়িয়ে (Kite Flying Protest) প্রতিবাদে নামতে চলেছে নাগরিক সমাজ। 

প্রতিবাদের ঘুড়ি

প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja Day)। পুরনো সংস্কৃতি মেনে পুজোর দিন আকাশে ঘুড়ি ওড়াবার প্রচলন রয়েছে। এইবার উৎসবেই মিশে গেল প্রতিবাদের ভাষা। আজকাল স্মার্টফোনের যুগে আকাশে সেভাবে ঘুড়ির (Kite Flying Protest) দেখা পাওয়া না গেলেও, আকাশে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান লিখে কালো ঘুড়ি ওড়াবার ডাক দিল কলকাতা। এমন বেশ কয়েকটি পোস্ট চোখে পড়ল সমাজমাধ্যমে। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের ‘ইন্ডিয়া কাইটস’ নামক দোকানে ‘বিচার চাই’ লেখা ঘুড়ি ঝুলতে দেখে অনেকেই সেই ঘুড়ি বাড়িতে কিনে নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, প্রতিটি ঘুড়ির দাম ১৫ টাকা। বিভিন্ন সংস্থার তরফে এই ঘুড়ি বিতরণও করা হচ্ছে। কালো রঙের ঘুড়িতে সাদা রঙ দিয়ে লেখা ‘সকলের একটাই স্বর, বিচার পাক আরজি কর’।

আরও পড়ুনঃ ‘‘ট্রান্সজেন্ডারদের সঙ্গে সম্পর্ক পাতাতেন সন্দীপ, কামড়াতেন-মারতেন’’! বিস্ফোরক দাবি

ঘুড়ির মধ্য দিয়েই বার্তা

পরিকল্পনা অনুযায়ী, আগামী মঙ্গলবার ভোর থেকেই কলকাতার সব প্রান্তে উড়বে প্রতিবাদের এই ঘুড়ি (Kite Flying Protest)। কোনও ঘুড়িতে লেখা থাকবে, ‘জাস্টিস ফর আরজি কর’, আবার কোনও ঘুড়িতে মোমবাতির ছবি দিয়ে লেখা থাকবে, ‘বিচার পাক অভয়া’। ‘ইন্ডিয়া কাইটস’-এর কর্ণধার অজিত দত্ত। আপাতত দেখভাল করেন তাঁর ছেলে সৈকত দত্ত। তিনি বলেন, “প্রতিবারই আমরা অন্যরকম ঘুড়ি বানানোর চেষ্টা করি। কখনও বিশ্বকাপ, কখনও ভোট। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদ সর্বত্র। আমরাও বিচার চাই। ঘুড়ির মাধ্যমে সেই কথাই তুলে ধরতে চেয়েছি।” তাঁর কথায়, “আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা কয়েকটি ঘুড়ি তৈরি করেছিলাম। ধীরে ধীরে সেই ঘুড়ির চাহিদা বেড়েছে, রবিবার রাত পর্যন্ত প্রায় এই ধরনের ৬০০টি ঘুড়ি আমরা বিক্রি করেছি। আমাদের কাছে আর হাতেগোনা কয়েকটি ঘুড়ি পড়ে আছে। সবাই তো সবার মতো করে প্রতিবাদ করছেন। আমরাও ঘুড়ির মধ্য দিয়েই বার্তা দিলাম, বিচার চাই।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Vishwakarma Puja

RG Kar Incident

RG Kar medical college and hospital

Kites

Kite Flying Protest


আরও খবর


ছবিতে খবর