img

Follow us on

Saturday, Jan 18, 2025

Kojagari Lakshmi Puja 2024: কোজাগরীর আগে অগ্নিমূল্য সবজি ও ফলের বাজার, মধ্যবিত্তের নাভিশ্বাস

Vegetable-Fruit Prices: কোজাগরী লক্ষ্মীপুজোতে বেগুন-টম্যাটোর দাম আকাশছোঁয়া, কত জানেন?

img

কলকাতায় সবজির বাজার আগুন। সংগৃহীত চিত্র।

  2024-10-16 13:06:35

মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রাত থেকে কোজাগরী লক্ষ্মীপুজোর পূর্ণিমা তিথি শুরু (Kojagari Lakshmi Puja 2024)। কিন্তু, তার আগে থেকেই সবজি, ফুল থেকে ফলের বাজার (Vegetable-Fruit Prices)— সবেতেই অগ্নিমূল্য। মায়ের ভোগ জোগাড় করতে কার্যত হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। সবথেকে বেশি মূল্যে বিক্রি হচ্ছে টম্যাটো এবং বেগুন। অনেকের বাড়িতে লক্ষ্মীপুজোতে মাছকে ভোগ হিসেবে নিবেদন করে থাকে। এবার মাছের বাজারেও যেন মধ্যবিত্ত বাঙালির হাতে ছেঁকা লাগছে। পুজোর বাজারে নাজেহাল আমজনতা।

নমো নমো করে সারতে হবে পুজো! (Kojagari Lakshmi Puja 2024)

বাজারে পুজোর সরঞ্জাম থেকে ভোগের নৈবেদ্য উপাচার, সবেতেই যেন আগুন লেগেছে। পুজোর আগে বর্ষার পর থেকেই কাঁচা বাজারে যেন অস্বভাবিক ভাবে দাম বৃদ্ধি হয়েছে। এই চড়া দাম পুজোর মধ্যে যেন আরও বৃদ্ধি পেয়েছে। যদিও রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে। ওই বিভাগও রীতিমতো মূল্যবৃদ্ধিকে (Vegetable-Fruit Prices) মেন নিয়েছে। তবে শীতকালীন সবজি বাজারে এলে দাম কমার ইঙ্গিত দিয়েছে টাস্ক ফোর্স। আপাতত লক্ষ্মীপুজোর (Kojagari Lakshmi Puja 2024) বাজার নাগালের বাইরে। তাই অনেকে বলছেন নমো নমো করে মায়ের পুজো সারবেন।

অগ্নিমূল্য ফলের বাজার!

বুধবার, কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagari Lakshmi Puja 2024) আগে সবজি এবং ফলের বাজারে ভিড় থাকলেও ততটা বেচাকেনা নেই বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। তাঁদের বক্তব্য, আগে ক্রেতারা এক থেকে দেড়-দু’কেজি জিনিস কিনলেও, এখন বর্তমানে মাত্র আধা বা এক কেজি ক্রয় করছেন। লোকসান হচ্ছে বিক্রেতাদের। কলকাতার বাজারে নারকেল বিক্রি হচ্ছে প্রায় ৪০ টাকায়। একটি ডাবের মূল্য প্রায় ৬০ থেকে ৭০ টাকা। ফলে ডাবের পরিবর্তে বিকল্প ফলের কথা ভাবছেন অনেকেই। বাজারে ফলের দামের তালিকা দেখলেই আয়োজনের আড়ম্বরকে সংযত করে আনতে হচ্ছে।

বুধবার ফলের বাজারে (Vegetable-Fruit Prices) মূল্য রয়েছে, কেজি প্রতি আপেলের দাম ২০০ টাকা, এক কেজি ন্যাসপাতির দাম ৩০০ টাকা, এক কেজি শসার দাম ৮০ টাকা, এক কেজি পেয়ারার দাম ৮০ টাকা। এক কেজি পানিফল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এক কেজি বেদানার দাম ২৫০ থেকে ৩০০ টাকা। এক কেজি খেজুর বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এক কেজি আঙুরের দাম ২০০ টাকা, এক কেজি পাকা পেঁপের দাম ৭০ থেকে ৮০ টাকা। এক কেজি আতা ফলের দাম কলকাতার বাজারে ৩০০ টাকা, এক কেজি তরমুজের দাম প্রায় ৮০ টাকা। আবার লক্ষ্মীপুজোর (Kojagari Lakshmi Puja 2024) আগের দিন এক জোড়া মুসাম্বি বিক্রি হয়েছে ৪০ টাকায়, এক জোড়া কমলালেবু বিক্রি হয়েছে ৩০ টাকায়।

আরও পড়ুনঃ ‘‘হীরক রানির রাজত্ব…’’, কার্নিভালে কর্মরত চিকিৎসককে আটক নিয়ে সরব সুকান্ত

চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

একই ভাবে লক্ষ্মীপুজোতে (Kojagari Lakshmi Puja 2024) সবজির বাজারে যেন অগ্নিমূল্য। যেমন-কেজি প্রতি পটলের দাম ৫০ টাকা, এক কেজি উচ্ছের দাম ৮০ টাকা, এক কেজি সিমের দাম ৫০০ টাকা। এক কেজি বিট বিক্রি হচ্ছে ৬০ টাকায়, এক কেজি গাজর ১০০ টাকায়, এক কেজি কাঁচা লঙ্কা ১২০ টাকা, এক কেজি মটরশুঁটি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি বেগুনের দাম ১৫০ টাকা (Vegetable-Fruit Prices)। এক কেজি টম্যাটোর দাম বাজারে ১০০ টাকা। এক কেজি কুমড়োর দাম ৪০ টাকা, এক কেজি বরবটির দাম ১০০ টাকা, এক কেজি বাঁধাকপির দাম এখন ৭০ টাকা। একটি ফুলকপির দাম ৩০ টাকার আশপাশে। এক কেজি জ্যোতি আলুর দাম ৩৪ টাকা, এক কেজি চন্দ্রমুখী আলুর দাম ৩৮ টাকা। একশো গ্রাম আদার দাম ৩০ টাকা। অনেকে লক্ষ্মীকে ভোগে ইলিশ মাছ দেন। বাজারে সেই এক কেজি ইলিশের দাম ১,৬০০ থেকে ১,৭০০ টাকা।

লক্ষ্মীর পঞ্চ (Kojagari Lakshmi Puja 2024) ব্যাঞ্জনের ভোগে জোগাড় করতে হাতে টান পড়েছে বাঙালির। রাজ্য সরকারের টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে বলেন, “বাজারে কিছু সবজির দাম বেশি। একই ভাবে পাইকারি ভাবেও সবজির দাম বেশি (Vegetable-Fruit Prices)। তবে গ্রীষ্মকালীন সবজি বলে দাম বেশি। শীতের সবজি উঠলে দাম অনেকটাই কমে যাবে।” কিন্তু অগ্নিমূল্যের বাজারে উৎসব মুখর পুজোর দিনগুলি কীভাবে কাটে তাই এখন দেখার।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

news in bengali

middle class

Laxmi Puja 2024

vegetable fruit market


আরও খবর


ছবিতে খবর