img

Follow us on

Friday, Sep 20, 2024

East West Metro: মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত বৌবাজারের বাসিন্দাদের পুনর্বাসন দাবি বিজেপির

বিজেপির পুরসভা কমিটির পক্ষ থেকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়...

img

মেট্রোর কাজে বার বার কাঁপছে বৌবাজার এলাকা (নিজস্ব ছবি)

  2022-05-16 07:26:10

মাধ্যম নিউজ ডেস্ক: ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজে বার বার কাঁপছে বৌবাজার (Bowbazar) এলাকা। আতঙ্কে বাসিন্দারা। অবিলম্বে ক্ষতিপূরণ এবং পূনর্বাসন দেওয়া হোক বৌবাজার অঞ্চলের বাসিন্দাদের। বিজেপির (BJP) পুরসভা কমিটির পক্ষ থেকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের কাছে ৮ দফা ডেপুটেশন দেওয়া হয়।

ডেপুটেশনে বলা হয়, ২০১৯ সালে মেট্রোরেলের কাজের জন্য ২৯ বাড়ি সম্পূর্ণ আব আংশিক ভাবে ধ্বসে যায়। ৭৮০ জন বাসিন্দাকে অন্য জায়গায় সরে যেতে হয়, সাময়িক মাথা গোঁজার জায়গা খুঁজে নিতে হয়েছে। প্রায় ১২০০ জন স্যাকরা কর্মচ্যুত হয়েছেন। এরা সবাই কাজ করতেন ছোট ছোট কারখানায়। 

বিজেপির তরফে যে দাবি পেশ করা হয়, তার মধ্যে যেমন পুনর্বাসনের দাবি করা হয়েছে, ঠিক তেমনই কর্মবহারাদের ক্ষতিপূরণের দাবিও তোলা হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন পুরসভায় বিরোধী দলনেতা মীনাদেবী পুরোহিত, সজল ঘোষ, কল্যাণ চৌবে প্রমুখ। 

এক ঝলকে দেখে নেওয়া যাক, বিজেপির ৮ দফা দাবি-

#  ২০১৯ সালের ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের প্রক্রিয়া দ্রুততর করতে হবে।
# ২০২২ সালের মে মাসের ক্ষতিগ্রস্থদেরও একই রকম পুনর্বাসন দিতে হবে।
# যেখানে পুনর্বাসন দেওয়ার দরকার নেই সেখানে বাড়ি দোকান সারিয়ে দেওয়া হোক।
# যাদের জীবন জীবিকা চলে গেছে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে।
# বয়স্ক, শিশু, মহিলা পরপর দুটি দুর্ঘটনায় যারা আতঙ্কিত, তাঁদের প্রয়োজনে পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়াও কাউন্সিলিং-এর ব্যবস্থা করতে হবে।
# মেট্রো কর্তৃপক্ষকে নিয়মিত নির্মাণ এলাকায় তদারকি করতে হবে।
# কাজের অগ্রগতির নিয়মিত বুলেটিন এলাকাবাসিকে জানাতে হবে।
# পুনর্বাসনের জন্য মেট্রো কর্তৃপক্ষ এলাকার বাসিন্দা আর ব্যবসায়ীদের একটা যৌথ কমিটি গড়ে দিতে হবে।

 

Tags:

bjp

Kolkata

Metro Railways Kolkata

Kolkata Metro Railway

East West Metro

KMRL

Bowbazar

Metro Rail Bowbazar Damage

Metro Rail rehabilitation


আরও খবর


ছবিতে খবর