img

Follow us on

Sunday, Jan 19, 2025

Kolkata Metro: ৩০ তারিখ উদ্বোধন হচ্ছে জোকা মেট্রো, কবে থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?

একবার ট্রেন মিস করলে পরের ট্রেনের জন্যে অপেক্ষা করতে হবে ৩০-৪০ মিনিট।

img

জোকা মেট্রো

  2022-12-29 13:49:08

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিছুদিনের মধ্যেই বহু প্রতীক্ষিত জোকা মেট্রো (Kolkata Metro) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোকা–তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রীও। এর আগে গত ২৪ ডিসেম্বর মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার উপস্থিতিতে জোকা ও তারাতলার মধ্যে মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর সকলা সাড়ে ১০টার সময় হাওড়া স্টেশন থেকেই ভার্চুয়ালি জোকা মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তবে সেদিন যাত্রীদের জন্যে চলবে না মেট্রো। আগামী সোমবার অর্থাৎ ২ জানুয়ারি থেকে পরিষেবা পাবেন যাত্রীরা।

প্রতীক্ষার অবসান

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান। যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে বেহালাবাসীর জন্যে। মেট্রো (Kolkata Metro) পেতে চলেছে বেহালাবাসী। নিজে কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো রুটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযানে বাজেয়াপ্ত ১৭,০০০ ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার ১

ওয়ান ট্রেন সিস্টেমে জোকা-তারাতলা রুটে মেট্রো (Kolkata Metro) চলবে। অর্থাৎ জোকা থেকে মেট্রো ছেড়ে তা তারাতলায় পৌঁছে ফের জোকায় ফিরবে। তাই একবার ট্রেন মিস করলে পরের ট্রেনের জন্যে অপেক্ষা করতে হবে ৩০-৪০ মিনিট। সিগন্যালিংয়ের কাজ শেষ হলে দুই দিকে একসঙ্গে পরিষেবা পাওয়া যাবে।  

আপাতত জোকা-তারাতলা (Kolkata Metro) রুটে সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর যেতে ভাড়া লাগবে ৫ টাকা। জোকা থেকে সখের বাজার এবং বেহালা চৌরাস্তার ভাড়া হতে পারে ১০ টাকা। জোকা থেকে বেহালা বাজার এবং তারাতলার ভাড়া হতে পারে ২০ টাকা। এই রুটের উদ্বোধন হয়ে গেলে শুরু হবে মেট্রো চলাচল। জোকা থেকে ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার পেরিয়ে দ্রুত যাত্রীরা পৌঁছে যাবেন তারাতলায়। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

kolkata metro

joka metro


আরও খবর


ছবিতে খবর