Work Continue: আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, কোন রুটে জানেন?
কলকাতা মেট্রো। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা মেট্রো (Kolkata Metro) দেড়মাস বন্ধ থাকবে। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বউবাজারে মেট্রোর কাজ শেষ হওয়ার পর এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে। এই লাইনে সম্পূর্ণ সিগন্যাল ব্যবস্থার পরিবর্তনের জন্য কাজ করা হবে। ফ্রান্সের একসংস্থা এই কাজ করবে। এই কাজের জন্য প্রায় এক মাসের বেশি সময় লাগবে বলে জানা গিয়েছে। ফলে সাময়িক ভাবে যাত্রীদের কিছুটা অসুবিধায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য আগেও মেট্রোরও তরফে জানানো হয়েছে যে চলতি মাসের ১২ এবং ১৯ জানুয়ারি রবিবার গ্রিন লাইনের মেট্রো বন্ধ থাকবে। পরপর দুটি রবিবার সিগন্যালিংয়ের কাজের জন্য বন্ধ রাখা হবে পরিষেবা।
কলকাতা মেট্রো (Kolkata Metro) জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে সমগ্র গ্রিন লাইনে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ফলে এই দুই রুটের নিত্যযাত্রীদের কিছু সময়ের জন্য সমস্যায় পড়তে হবে। কাজ করতে যাতে কোনও অসুবিধা না হয় তাই ওই সংস্থার পক্ষ থেকে মেট্রো চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আর তাই মেট্রো কর্তৃপক্ষ এই পরিষেবা বন্ধ রাখার পদক্ষেপ করেছে।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর বাড়ির সকলে যায় সিঙ্গাপুর-আমেরিকা’, স্যালাইনকাণ্ডে মমতাকে তোপ শুভেন্দুর
উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রো (Kolkata Metro) প্রকল্পের অধীনে বউবাজার অংশের কাজ করতে গিয়ে নানা রকম বাধা এবং সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কাজ আদৌ করা যাবে কিনা, করলে কবে করা যাবে এই নিয়ে একটা বিরাট সঙ্কটের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তিন-চারবার বিপর্যয় ঘটায় বার বার থমকে গিয়েছিল কাজ। এরপর কাজ শেষ করতে উদ্যোগী হয়েছিল মেট্রো। ফলে বিলম্ব হওয়ায় সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু এবার বাকি কাজ শেষ হলে সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত চলে যাওয়া যাবে। তাই সিগন্যাল এবং লাইনের বাকি কাজ দেড় মাসের মধ্যে সম্পন্ন করা হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।