ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না...
পরিবহণ ব্যবসায়ী আমির খান (ফাইল)
মাধ্যম নিউজ ডেস্ক: ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। অনলাইন গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে (Online Gaming App Scam) উত্তরপ্রদেশ থেকে ধরা পড়লেন গার্ডেনরিচের (Garden Reach) পরিবহণ ব্যবসায়ী আমির খান (Amir Khan)। শুক্রবার রাতে গাজিয়াবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গত ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচের শাহী আস্তাবল গলিতে অবস্থিত আমিরের দোতলার বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অফিসাররা কল্পনাও করতে পারেননি, ভিতরে তাঁদের জন্য ‘গুপ্ত’-ধন অপেক্ষা করছে। আমির খানের বাড়িতে খাটের তলা থেকে প্লাস্টিকের থলিতে বাঁধা অবস্থায় উদ্ধার হয় বান্ডিলে মোড়া কোটি কোটি টাকা। মোট ১৭ কোটির বেশি টাকা উদ্ধার হয়। তার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল তার মধ্যে ছিল ৫০০ এবং ২০০০ টাকার নোট। এই ঘটনার সময় থেকেই গা ঢাকা দিয়েছিলেন আমির। অবশেষে তাঁকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ঘনিষ্ঠর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আমির। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন: বিছানার তলায় ১৭ কোটি! মোবাইল গেমিংয়ের নামে কীভাবে চলত লোক ঠকানোর কাজ?
মূলত, অনলাইন গেমিং অ্যাপের (Online Gaming App) মাধ্যমে প্রতারণার অভিযোগ রয়েছে আমির খানের বিরুদ্ধে। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি জানিয়েছে, গার্ডেনরিচ (Garden Reach) এলাকার ট্রাভেলের ব্যবসা করেন নিসার আহমেদ খান। তাঁর ছেলে হল আমির। বছর কয়েক আগে এই আমির মানুষ ঠকানোর কারবার শুরু করেছিল। ই-নাগেটস নামে একটি মোবাইল গেমিং অ্যাপ্লিকেশন শুরু করেছিল আমির। কিন্তু সেই মোবাইল অ্যাপ্লিকেশন তথা অ্যাপের আসল উদ্দেশ্য ছিল জালিয়াতি (Fraud) করে মানুষের টাকা হাতিয়ে নেওয়া।
ইডির দাবি, একটি মোবাইল গেমিং অ্যাপের প্রতারণা চক্রে শুধু আমিরই নয় যুক্ত ছিল আরও বেশ কয়েকজন। তদন্তে উঠে এসেছে একাধিক ব্যক্তির নাম। এপ্রসঙ্গে, গত ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। ওই এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪৬৮, ৪৭১, এবং ৩৪ ধারায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ যোগ করা হয়।
আরও পড়ুন: যোগ রাজ্যের এক মন্ত্রীরও? এবার পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।