img

Follow us on

Monday, Nov 25, 2024

Christmas 2022: অকাল গরম ও করোনার আশঙ্কাকে উপেক্ষা করেই বড়দিনের আনন্দে ভাসলেন শহরবাসী

Christmas 2022: দিনভর ভিড় জমেছিল শহরের বিভিন্ন প্রান্তে।

img

পার্ক স্ট্রিটে উপচে পড়ল ভিড়

  2022-12-26 11:38:31

মাধ্যম নিউজ ডেস্ক: দু’বছর তেমন আনন্দ করতে না পারলেও এ বছর বড়দিনে চুটিয়ে মজা করলেন রাজ্যবাসী। দু’বছর করোনার দাপট থাকার ফলে মানুষ বেরতে না পারায়, এ বছর যে ভিড় উপচে পড়বে, তা আগেই অনুমান করা হয়েছিল। ফলে ২৫ ডিসেম্বর বড়দিনের আগের থেকেই উৎসবের আবহ জমজমাট। রঙিন আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট। রাত বাড়তেই ভিড় আরও বাড়ে। ২৪ ডিসেম্বর থেকেই মানুষের ভিড় মহানগরে। ২৫ ডিসেম্বর সকাল থেকে রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলিতেও ছিল থিকথিকে ভিড়। অন্যদিকে করোনা নিয়ে নতুন করে উদ্বেগ শুরু হলেও, গতকালের বাঁধভাঙা উল্লাসে কোথায় যেন তলিয়ে গেল (Christmas 2022)।

উষ্ণতম বড়দিন

ভিড়ের পাশাপাশি গতকাল বাংলার ইতিহাসের উষ্ণতম বড়দিন দেখল রাজ্যবাসী। গত কয়েক বছরে বড়দিনের সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। বেলার দিকে সেই তাপমাত্রা বেড়ে হয়েছিল প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এ বার সেই তাপমাত্রাই ছিল ২৮.৭ ডিগ্রির আশপাশে। শেষ কবে বড়দিনে এত গরম ছিল, মনে করতে পারছেন না বিশেষজ্ঞেরাও। তবে এ সব বিষয় তোয়াক্কা না করেই সারি সারি মানুষ দেখা যায় পার্ক স্ট্রিট চত্বরে। এই ‘অকাল গরম’ উপেক্ষা করেই দিনভর ভিড় জমেছিল শহরের বিভিন্ন প্রান্তে (Christmas 2022)।

আরও পড়ুন: শহরে উধাও শীত! ঘূর্ণাবর্তের জেরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রিরও বেশি!

করোনার আশঙ্কাকে তোয়াক্কা না করেই শহরের বিভিন্ন প্রান্তে জনস্রোত

বিশ্বের নানা জায়গা থেকে করোনা বৃদ্ধির খবর আসছে। প্রতিবেশী চিনে সংক্রমণ বাড়ছে। কিন্তু এসব শুনেও কলকাতাবাসী পিছিয়ে থাকলেন না। খুশির জোয়ারে ভাসলেন তারা। কারোর মুখেই দেখা যায়নি মাস্ক, সামাজিক দূরত্ব তো দূরেই থাক। এই শহর আনন্দ ভালোবাসে। আবেগ ভালোবাসে। ফলে তাই-ই দেখা গেল। বড়দিনের সকালে কচিকাঁচাদের নিয়ে কেউ ভিড় জমালেন চিড়িয়াখানায়, কেউ ঘুরলেন জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাটে। ময়দানেও ছিল পিকনিকের মেজাজ। একই ছবি সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা, বিড়লা তারামণ্ডলের সামনেও দেখা গেল। এ দিন প্রথমে সেন্ট পলস ক্যাথিড্রালের প্রবেশপথ খোলা থাকলেও বেলার দিকে ভিড়ের চাপে ভিতরের দরজা কিছু ক্ষণের জন্য বন্ধ করে দিতে হয়। একসময় ভিড়ের চাপে পুলিশকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় অ্যালান পার্কের গেটও। এরপর রাত বাড়তেই দেখা যায় পার্ক স্ট্রিটে জনজোয়ার (Christmas 2022)।

ভিড় সামলাতে কড়া নজরদারি

দীর্ঘক্ষণ ধরে লোকের ভিড়ের জেরে পার্ক স্ট্রিটকে করে দেওয়া হয়েছিল ওয়াকিং স্ট্রিট (Christmas 2022)। রাত বাড়তে ভিড় কিছুটা কমার পর অবশ্য চালু হয় গাড়ি চলাচল। ছিল কড়া পুলিশি প্রহরা। লালবাজার সূত্রে খবর, মোট ১১ টি সেক্টরে ভাগ করে পুলিশি নজরদারি চলে পার্ক স্ট্রিটে। ১৩ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ২০টি নজরদারি বাইক রাখা হয়েছিল। বাইক বাহিনীর দাপাদাপি, মদ্যপান করে গাড়ি চালানো, বড়দিনের রাতে এসব রুখতে কড়া হাতে মোকাবিলার প্রস্তুতি নিয়েছিল পুলিশ।

Tags:

Christmas 2022

Park Street On Christmas 2022


আরও খবর


ছবিতে খবর