Gariahat: গড়িয়াহাট মোড়ে একটি গাড়ি থেকে মোট ১ কোটি টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ।
টাকা উদ্ধার
মাধ্যম নিউজ ডেস্ক: ফের কোটি কোটি টাকা উদ্ধার মহানগরীতে! এবার, বালিগঞ্জের পর গড়িয়াহাট! আজ, বৃহস্পতিবার গড়িয়াহাট মোড় থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার করল পুলিশ। জানা যায়, গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছিল ২ ব্যক্তি। এক কোটি টাকা-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের গড়িয়াহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে কলকাতা পুলিশ সূত্রে খবর। এই টাকাও কয়লা পাচারের টাকা কিনা তা নিয়ে তদন্তে ইডি।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ লালবাজারের গুন্ডাদমন শাখা এবং এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে যৌথ ভাবে অভিযান চালায়। আর সেই অভিযানে গড়িয়াহাটের কাছাকাছি এলাকা থেকে একটি সন্দেহভাজন গাড়ি আটক করেন পুলিশ আধিকারিকরা। আর এরপরেই গাড়িটিতে তল্লাশি চালানো হয়। আর তখনই গাড়ির পিছন থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগে দেখা যায় বান্ডিল বান্ডিল টাকা। মোট নগদ ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এরপরেই গাড়ি থেকে দু’জন সন্দেজভাজনকে আটক করে পুলিশ। গড়িয়াহাট থানায় নিয়ে আসা হয়। সেখানেই টাকা গোনার কাজ চলছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এক কোটি টাকা গোনা হয়েছে বলে খবর। তবে পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।
গাড়ি চালক দুলাল মণ্ডল এবং মুকেশ সারস্বত নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দুলাল বেলিগাছিয়া এলাকার বাসিন্দা। মুকেশের বাড়ি রাজস্থানে। বিপুল পরিমাণ এই টাকা কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে জেরা করা হচ্ছে বলেই খবর। তবে জেরায় পুলিশ সন্তোষজনক কোনও উত্তর পায়নি বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে গতকালই বালিগঞ্জে এক বেসরকারি দফতরে রাতভর তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে উদ্ধার করা হয়েছে কিছু ডিজিটাল তথ্যও। ইডি জানতে পারে, এই বেসরকারি সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হত। এ ভাবে কালো টাকা সাদা করা হত বলে সন্দেহ তদন্তকারীদের। ফলে গতকালের ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই শহরে ফের টাকার হদিশে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এখন প্রশ্ন উঠছে, তবে কি বালিগঞ্জের টাকার সঙ্গে গড়িয়াহাটের যোগসূত্র রয়েছে? গড়িয়াহাটের টাকাও কি কয়লা পাচারের টাকা? এরই তদন্তে ইডি।