দিনের বেলা ঘাম ঝরানো গরম, তে শিরশিরে ঠান্ডা, সাবধান থাকুন, পরামর্শ চিকিৎসকদের
ছবি প্রতীকী।
মাধ্যম নিউজ ডেস্ক: শহর থেকে প্রায় বিদায় নিচ্ছে শীত। খামখেয়ালি আবহাওয়ায় ভুগতে হচ্ছে আট থেকে আশি সকলকেই। এই শীত, তো এই গরম। দুপুরের থেকে রাতে তাপমাত্রা চার-পাঁচ ডিগ্রি কমে যাচ্ছে। ঋতু বদলের এই সময়টাতে এমনতিও সর্দি-কাশি-জ্বর (Viral Fever), নানা সংক্রমণজনিত রোগের বাড়াবাড়ি হয়। এবছর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিপজ্জনক ব্যাকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস নিমোনিয়াই-এর (Streptococcus Pneumoniae) সংক্রমণ। এই ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। এর থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহার ও পর্যাপ্ত পরিমাণ জল পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আাগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ। আগামী চার পাঁচ দিন আবহাওয়ার এই ওঠা নামা চলবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। তাপমাত্রার এই হের ফেরে ঘরে ঘরে ভাইরাল জ্বর লেগে রয়েছে। একবার অসুস্থ হলে ৭-১০ দিনের আগে দুর্বলতা কাটছে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু করোনা নয়, অন্তত ১২ ধরনের ভাইরাস-ব্যাকটেরিয়া শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে।
আরও পড়ুন: রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন ও কোথায় দেখবেন ম্যাচ?
জাল ছড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস নিমোনিয়াও। চিকিৎসকরা বলছেন, কলকাতায় যাঁরা জ্বর, সর্দি, কাশি, কিম্বা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশেরই অসুখের পিছনে রয়েছে এই বিশেষধরণের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া জনিত কারণে হচ্ছে জ্বর। বিশেষজ্ঞরা বলছেন, মূলত, ড্রপলেট, হাঁচি, কাশির মাধ্যমেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ঢুকে যাচ্ছে এই ব্যাকটেরিয়া। সাধারণ অ্যান্টিবায়োটিকে সামাল দেওয়া যাচ্ছে না এই রোগকে। তাই, বাড়তি সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। বাড়ির কেউ আক্রান্ত হলে, তাঁকে একটি ঘরে আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতার বেসরকারি হাসপাতালের আইসিইউগুলিতে অন্তত ২০ জন এই বিশেষপ্রকার ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।