ঘূর্ণিঝড় মান্দৌসের জেরে গত কয়েকদিন শীত উধাও হয়েছিল রাজ্য থেকে।
কলকাতা আবহাওয়া
মাধ্যম নিউজ ডেস্ক: শহরে ফিরছে শীত। শুক্রবার থেকে কলকাতায় বইতে পারে উত্তুরে হাওয়া (Kolkata Weather)। এমনটাই বলছে হাওয়া অফিস। সপ্তাহের শেষে শনি ও রবিবার জাঁকিয়ে শীত পড়তে পারে শহর কলকাতায়। পারদ নামতে পারে ১৫ ডিগ্রির নিচে। দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে। তুষারপাত অব্যহত থাকবে সিকিমে।
ঘূর্ণিঝড় মান্দৌসের জেরে গত কয়েকদিন শীত উধাও হয়েছিল রাজ্য থেকে। রাতের তাপমাত্রাও বেড়েছিল বেশ খানিকটা। কিন্তু বুধবার থেকে ফের শীতের (Kolkata Weather) আমেজ ফিরতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বড়দিনের আগেই শহরে জাঁকিয়ে ফিরতে চলছে শীত। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে।
সপ্তাহের শেষে জেলাগুলিতে পারদ নামতে পারে ১২ ডিগ্রিতে। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন (Kolkata Weather)। তবে কলকাতায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে পাহাড়ে হাল্কা বৃষ্টিপাত হতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পূর্ব ভারত সংলগ্ন এলাকায় রয়েছে। তার প্রভাবে সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই তাপমাত্রা ক্রমশ কমবে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী দু-তিন দিনে তাপমাত্রা কমতে পারে ৪ ডিগ্রি। একইভাবে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও (Kolkata Weather) আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি।
আরও পড়ুন: লালন শেখের রহস্যমৃত্যু, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব শুভেন্দু
এদিন সকাল থেকেই ফের শীতের আমেজ শহরে। আবহাওয়া দফতরের দেওয়া আপডেট (Kolkata Weather) অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ থেকে নেমে দাঁড়িয়েছে ২৮ ডিগ্রিতে। ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে দাঁড়িয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আপাতত বজায় থাকবে শীত।
এদিকে আন্দামান (Kolkata Weather) সমুদ্রের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ আন্দামান ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাবে। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপ ও পরে আরও শক্তিশালী হয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে ধেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ওই এলাকায় সমুদ্রে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।