রাম মন্দির উদ্বোধনের দিনে অকাল দীপাবলি! খুশি মৃৎশিল্পীরা
মাটির প্রদীপ (নিজস্ব চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির (Ram Temple) উদ্বোধনের দিন দেশজুড়ে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতেই যারপরনাই খুশি মৃৎশিল্পরীরা। সারাবছর মাটির ভাঁড় তৈরি করেন যাঁরা, দীপাবলির সময় বাড়তি পরিশ্রম করে মাটির প্রদীপ তৈরি করেন বাড়তি দু'পয়সা রোজগারের জন্য। আর সোমবার অকাল দীপাবলি এসে পড়ায় তাঁরা খুবই খুশি।
যাঁরা সারা বছর চায়ের দোকানের ভাঁড় তৈরি করে জীবিকা নির্বাহ করলেও দীপাবলির আগে তাঁরা মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। এতে ঘরের মহিলারা বাড়তি কিছু আয় করেন যা তাঁরা উৎসবে খরচ করেন। সোমবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে (Ram Temple) রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে তাঁদেরও বাড়তি আয় হলে, সেই টাকায় একটু স্বাচ্ছন্দ্য আসবে, শখও মেটাতে পারবেন তাঁরা। তাই এখন যত তাড়াতাড়ি সম্ভব সংসারের কাজ সেরে ফেলছেন প্রদীপ বানানোর জন্য। গত কয়েকদিন ধরেই পাইকাররা এসে অর্ডার দিয়ে যাচ্ছেন। পিলখানায় ২৫ ঘর মতো মৃৎশিল্পীর বাস। তাঁরা এখন ভীষণ ব্যস্ত। হাওড়ার পিলখানার ভাঁড়পট্টির কারিগর ঝাঙুর প্রজাপতি বলেন, ২২ তারিখে মোদি যে প্রদীপ জ্বালাতে বলেছেন তারজন্য হঠাৎ চাহিদা বেড়ে গেছে। ঘরে ঘরে প্রদীপ জ্বলবে। তাই আমরাও ঘরে ঘরে প্রদীপ তৈরি করছি। আমরা সকলেই খুব খুশি। ভোর থেকে কাজ শুরু করছি, সন্ধ্যা পেরিয়ে গেলেও কাজ শেষ হচ্ছে না। মৃৎশিল্পী কমলা দেবী বলেন, রামন্দিরের জন্য চাহিদা বেড়েছে, দামও বেশি পাচ্ছি। যে প্রদীপের দাম ৫ টাকা ছিল এখন চাহিদা বাড়ায় তা ৮ টাকা হয়ে গেছে। ৭-৮ টাকার প্রদীপ ১০টাকায় বিকোচ্ছে। স্থানীয় মৃৎশিল্পী লক্ষ্মী দেবী বলেন, এমন দিন আসবে ভাবতেই পারিনি। রাম মন্দির যে সত্যিই হবে ভাবতেও পারিনি। জানা গিয়েছে, পাইকারদের হাত ধরে এখান থেকে প্রদীপ চলে যাচ্ছে হাওড়ার বিভিন্ন বাজার ও কলকাতার বড়বাজারে। সেখান থেকে প্রদীপ ছড়িয়ে পড়ছে শহরের আনাচে-কানাচে। বাড়তি আয় করতে পেরে খুশি কমলা প্রজাপতি, পূজা প্রজাপতিরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।