Calcutta Record: মদ বিক্রিতে ফের রেকর্ড, রাজ্যের এখন কি বড় আয়ের উৎস?
কলকাতায় মদ বিক্রিতে রেকর্ড। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য মদ বিক্রিতে (Liquor sale) ফের রেকর্ড গড়ল। বড়দিন থেকে ইংরেজি বর্ষবরণ পর্যন্ত মোট ৮ দিনে কলকাতার মদের (Calcutta Record) দোকানগুলিতে ১৩৭ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। রাজ্যের বড় আয়ের উৎস এখন মদের দোকান! তবে এই ভাবনা অমূলক এই মদ সুরারসিকরা ব্যবসার উন্নিতির কথা মাথায় রেখে পান করেছেন। নেশা সমাজের জন্য সব সময় ক্ষতিকারক, নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজ তথা দেশ রাষ্ট্রের জন্য এই সংবাদ কখনই লাভজনক নয়। বিরোধীদের তোপ, তৃণমূলের কাছে উন্নয়নের মডেল এখন মদ বিক্রি। হাসপাতাল, স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি যেখানে রসাতলে, সেখানে রাজ্যে সরকারি মদতে চলছে দেদার মদ বিক্রির মোচ্ছব!
উল্লেখ্য, বিহার, গুজরাতের মতো রাজ্যে যেখানে মদ বিক্রির (Liquor sale) উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে, তুলনায় বঙ্গ এখন মদ বিক্রির মুক্তাঞ্চল। যে রাজ্যের হালকা, মাঝারি এবং ভারী শিল্পের কোনও সম্ভাবনা নেই, সেই রাজ্যে উৎসব-অনুষ্ঠানে মদ বিক্রি একটা বড় ব্যাপার। অবশ্য রাজ্যের শাসক দল এমনটাই মনে করে। তবে রাজ্যবাসী মনে করছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির সঙ্গে মদ বিক্রি কার্যত ধ্বংসাত্মক ভাবনারই প্রকাশ।
রাজ্যের আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আট দিনে কলকাতার বিভিন্ন দোকান এবং পানশালয় ১৩৭ কোটি টাকার মদ বিক্রি (Liquor sale) হয়েছে। এই বিক্রি গত বছরের তুলানায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ছে। আবগারি দফতরের কলকাতায় চারটি বিভাগীয় জেলা রয়েছে-কলকাতা উত্তর (Calcutta Record), কলকাতা দক্ষিণ, আলিপুর, বিধাননগর। সূত্রে জানা গিয়েছে আলিপুর জেলায় সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা দক্ষিণ, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা উত্তর এবং চতুর্থ স্থানে রয়েছে বিধাননগর। গত ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুধু আলিপুরে ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। তবে সাধারণ সময়ে আলিপুরে প্রতিদিন গড়ে ৩ কোটি টাকা হয়। এবার আলিপুরে গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ বিক্রি হয়েছে। এই দফতর সূত্রে আরও জানা গিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে উৎসবের মরসুমে, সাধারণ সময়ের তুলনায় প্রায় দুইগুণ কলকাতায় মদ বিক্রি বেড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ সর্ষের মধ্যেই ভূত! পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন অফিসার
উল্লেখ্য ২০২১ সালের একটি সমীক্ষায় এই রাজ্য মদ বিক্রিতে (Liquor sale) দ্বিতীয় স্থানে ছিল। অর্থনৈতিক সংস্থা আইসিআরআইইআর সমীক্ষা করে জানিয়েছিল পশ্চিমবঙ্গের মোট ১.৪ কোটি মানুষ মদ্যপান করেন। রাজ্যে সরকারের সবথেকে বেশি আয়ের উৎসগুলির মধ্যে আবগারি দফতর একটি বড় কেন্দ্র। তাই হয়তো শাসক মদ্যপানকে পরক্ষে উৎসাহ দিয়ে থাকেন। আবার ২০২৩ সালের দুর্গাপুজোর ৫ দিনে জেলাগুলির মধ্যে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছিল ঝাড়গ্রাম জেলায়। তবে দশমীর দিনে সব থেকে রেকর্ড পরিমাণ মদ বিক্রি ছিল। মোট ৪ কোটি ১৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছিল। যার মধ্যে দশমীর দিন ছিল ৯৪ লক্ষ টাকা। এখন প্রশ্ন মদ বিক্রি কি রাজ্যের ভবিষ্যৎ?
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।