img

Follow us on

Friday, Nov 22, 2024

Lok Sabha Election 2024: সন্দেশখালিকাণ্ডের জের! তৃণমূলের প্রার্থী তালিকা থেকে ছেঁটে ফেলা হল নুসরতকে

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা যেন মমতার ফ্যাশন প্যারেড! কে কোথায় প্রার্থী?

img

ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের (সংগৃহীত ছবি)

  2024-03-10 16:06:17

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলীয় সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। সেই অর্থে তালিকায় কোনও চমক না থাকলেও বেশ কিছু আনকোরা মুখকে দাঁড় করিয়েছে ঘাসফুল শিবির, যাঁদের সঙ্গে রাজনীতির দূরদূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। বাদ পড়েছেন বেশ কিছু নির্বাচিত সাংসদও (Lok Sabha Election 2024)। উত্তর কলকাতার দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁকে দুর্নীতিগ্রস্ত বলে তোপও দেগেছিলেন কুণাল। দেখা যাচ্ছে সুদীপকেই প্রার্থী করেছে দল। অন্যদিকে, সন্দেশখালিকাণ্ডে মুখ পুড়েছে শাসক দলের। ঘাসফুল শিবির এবার তাই ছেঁটে ফেলতে বাধ্য হল নুসরতকে। যাদবপুরে বাদ গিয়েছেন মিমি চক্রবর্তীও। এখানেই উঠছে প্রশ্ন। চলচ্চিত্র জগতের তারকাদের জনপ্রতিনিধি বানিয়ে আখেরে যে সাধারণ মানুষের সমস্যার সমাধান হয় না, এটা বুঝতেই ৫ বছর লেগে গেল তৃণমূলের। তবে এবারেও প্রার্থী করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়াদের মতো তারকা মুখদের (Lok Sabha Election 2024)।

বিজেপিকে বহিরাগতদের দল বলার কয়েক মিনিটের মধ্যেই বাংলার বাইরের ৩ প্রার্থী ঘোষণা অভিষেকের

অন্যদিকে, বিজেপিকে বহিরাগতদের (Lok Sabha Election 2024) দল বলে আক্রমণ শানানোর কয়েক মিনিটের মধ্যেই বাংলার বাইরের ৩ জনকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে তৃণমূল। বহরমপুর আসনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে, বর্ধমান-দুর্গাপুর আসনে দল প্রার্থী করেছে কীর্তি আজাদকে, আসানসোলে তৃণমূলের প্রতীকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি প্রথম পর্যায়ে ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করে। সেখানে আসানসোলে জনপ্রিয় ভোজপুরী তারকা পবন সিং-এর নাম থাকার কারণে, তাঁকে বহিরাগত বলে আক্রমণ করে তৃণমূল। যদিও অন্য কারণে পরবর্তীকালে নিজের নাম প্রত্যাহার করে নেন পবন। প্রার্থী তালিকায় দেখা গিয়েছে প্রবীণদের আধিক্যও (Lok Sabha Election 2024)। ব্রিগেডে প্রথমবার কোনও রাজনৈতিক দল তৈরি করেছিল র‌্যাম্প। যা কিনা ফ্যাশন শো'তেই দেখা যায়। এদিন দলীয় প্রার্থীদের নিয়ে র‌্যাম্পে হাঁটেন মমতা।

একনজরে তৃণমূলের প্রার্থী তালিকা (Lok Sabha Election 2024)  

কোচবিহার-জগদীশ বাসুনিয়া

আলিপুরদুয়ার-প্রকাশ চিক বড়াইক

জলপাইগুড়ি-নির্মলচন্দ্র রায়

দার্জিলিং-গোপাল লামা

রায়গঞ্জ-কৃষ্ণ কল্যাণী

বালুরঘাট-বিপ্লব মিত্র

মালদহ উত্তর-প্রসূন বন্দ্যোপাধ্যায়

মালদহ দক্ষিণ-শাহনওয়াজ আলি রহমান

জঙ্গিপুর-খলিলুর রহমান

বহরমপুর-ইউসুফ পাঠান

মুর্শিদাবাদ –আবু তাহের খান

কৃষ্ণনগর-মহুয়া মৈত্র

রাণাঘাট-মুকুটমণি অধিকারী

বনগাঁ-বিশ্বজিৎ দাস

ব্যারাকপুর-পার্থ ভৌমিক

দমদম-সৌগত রায়

বারাসত-কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট-হাজি নুরুল ইসলাম

জয়নগর-প্রতিমা মণ্ডল

মথুরাপুর-বাপি হালদার

ডায়মন্ড হারবার-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

যাদবপুর-সায়নী ঘোষ

কলকাতা দক্ষিণ-মালা রায়

কলকাতা উত্তর-সুদীপ বন্দ্যোপাধ্যায়

হাওড়া-প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া-সাজদা আহমেদ

শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি-রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগ-মিতালি বাগ

তমলুক-দেবাংশু ভট্টাচার্য

কাঁথি-উত্তম বারিক

ঘাটাল-দেব

ঝাড়গ্রাম-কালীপদ সোরেন

মেদিনীপুর –জুন মালিয়া

পুরুলিয়া-শান্তিরাম মাহাত

বাঁকুড়া-অরূপ চক্রবর্তী

বর্ধমান পূর্ব-ড. শর্মিলা সরকার

বর্ধমান দুর্গাপুর-কীর্তি আজাদ

আসানসোল-শত্রুঘ্ন সিনহা

বোলপুর –অসিত মাল

বীরভূম-শতাব্দী রায়

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Mamata Banerjee

Madhyom

bangla news

Bengali news

Abhishek Banerjee

Sandeshkhali

Lok Sabha Election 2024

tmc candidate list lok sabha 2024

Nusrat basirhat mp


আরও খবর


ছবিতে খবর