img

Follow us on

Sunday, Jan 19, 2025

Lok Sabha Election: ‘‘কোর্ট, এক্সিট পোল মানেন না, ৪ তারিখ তো মানতেই হবে’’, মমতাকে তোপ দিলীপের

সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিয়ে অশান্তি পাকানো ও ক্রিমিনাল তৈরির পরম্পরা চলছে, সন্দেশখালি ইস্যুতে বিস্ফোরক দিলীপ

img

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ (ফাইল ছবি)

  2024-06-03 17:29:14

মাধ্যম নিউজ ডেস্ক: আগামিকাল অর্থাৎ মঙ্গলবার, ৪ জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ফলাফল প্রকাশিত হবে। ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কিছু বুথ ফেরত সমীক্ষা এবং এর প্রত্যেকটিতে দেখা যাচ্ছে বিজেপির জয়জয়কার। তবে এক্সিট পোল নিয়ে গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় আসছে না।’’ এই নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকরা এদিন দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, বুথ ফেরত সমীক্ষা মানিনা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে আপনি কী বলবেন? দিলীপ ঘোষ বলেন, ‘‘যেমন আশা ছিল সেদিকেই পরিস্থিতি যাচ্ছে। এনডিএ ৪০০ এর কাছাকাছি, বিজেপি ৩৭০। পশ্চিমবঙ্গে ২৫ থেকে ৩০টা, কেউ কেউ ৩১ পর্যন্ত দেখিয়েছেন। মমতার সমস্যা হল, কোর্ট বিরুদ্ধে রায় দিলে মানেন না। এক্সিট পোল তাঁর বিরুদ্ধে গেলে উনি মানেন না। কিন্তু কাল ৪ তারিখ যেটা বেরোবে, সেটা তো মানতেই হবে।’’

সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিয়ে অশান্তি পাকানো 

ভোটের পর ফের অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি এবং ভাঙড়। এই প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, ‘‘সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিয়ে অশান্তি পাকানো ও ক্রিমিনাল তৈরির পরম্পরা চলছে। তারাই গোলমাল করে। সরকার চাইলে একদিনে গোলমাল থামাতে পারে। বিধায়ক গুণ্ডারা গিয়ে ওখানে গণ্ডগোল করে। পুলিশ গিয়ে গোলমাল পাকায়। বিহার উত্তরপ্রদেশ এমনকি কাশ্মীরও ঠাণ্ডা হয়েছে, পশ্চিমবঙ্গ হয়না। আমার মনে হয় এই সরকার যতদিন আছে ওই এলাকা শান্ত হবে না।’’

ডায়মন্ড হারবারের ফলাফল অন্যরকম হতে যাচ্ছে! 

১ জুন ডায়মন্ড হারবারে ছিল লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। এখানকার প্রার্থী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘আশ্চর্য ব্যাপার। আজ তৃণমূলকে স্ট্রংরুম আগলে রাখার কথা বলতে হচ্ছে। সাধারণত যা এতদিন বিরোধীরা বলে এসেছে। মানে ওখানে ফলাফল অন্যরকম হতে যাচ্ছে কী ?’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bjp

Mamata Banerjee

Madhyom

Dilip Ghosh

bangla news

Bengali news

lok sabha election

Exit Poll