img

Follow us on

Thursday, Dec 26, 2024

Loksabha Election 2024: সপ্তম দফায় নজর সন্দেশখালিতে, গণনায় জারি বিধিনিষেধ

সন্দেশখালি ঘিরে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের

img

প্রতীকী চিত্র

  2024-05-28 19:06:32

মাধ্যম নিউজ ডেস্ক: ছয় দফা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে। সপ্তম দফায় কমিশনের বাড়তি নজরদারি থাকবে বসিরহাটের সন্দেশখালিতে। সপ্তম দফায় ১ জুন নির্বাচন হবে। নির্বাচন (Loksabha Election 2024) শান্তিপূর্ণ করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফল প্রকাশের দিন গণনা কেন্দ্রগুলিতে মোবাইল নিয়ে প্রবেশের ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হবে। শুধুমাত্র রিটার্নিং অফিসার ও গণনা পর্যবেক্ষকরা গণনা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন। সাংবাদিকরা মোবাইল নিয়ে যেতে পারবেন শুধুমাত্র প্রেস বক্স পর্যন্ত। রাজনৈতিক দলের প্রার্থী এজেন্টরা গণনা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। এমনই নির্দেশ জারি করেছে কমিশন।

রাজনৈতিক দলের প্রার্থী এজেন্টদের গণনাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ

প্রথম তিন দফার ভোট যথেষ্ট শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গে চতুর্থ দফা থেকে বাড়তে শুরু করেছে উত্তেজনা। ষষ্ঠ দফায় বাংলার বিভিন্ন প্রান্তে আগুন জ্বলতে দেখা গেছে। বিরোধীদলের উপর আক্রমণ, প্রার্থীকে আটকে দেওয়া, এজেন্টকে মারধর, পুলিশের নিষ্ক্রিয়তা সহ আরও নানান অভিযোগ এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। এরই মাঝে সোমবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সিসিটিভি ও ইভিএম বদলে ফেলার চেষ্টার মারাত্মক অভিযোগ এনেছেন।

আরও পড়ুন: : সপ্তম দফায় রাজ্যে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

প্রায় একই অভিযোগে মঙ্গলবার গণনা কেন্দ্রে ছুটে গিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সপ্তম দফা এবং গণনা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শেষ দফার ভোটের (Loksabha Election 2024) দিন ইভিএম মেশিন এর ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, গণনার দিন কেবলমাত্র রিটার্নিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন এছাড়া রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট সহ বাকিদের ক্ষেত্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ।

কলকাতা এবং শহরতলীসহ মোট ৯ আসনে ভোট সপ্তম দফায়

সপ্তম দফায় কলকাতা এবং শহরতলীসহ মোট ৯ আসনে ভোট ( Loksabha Election 2024 ) গ্রহণ হবে। তবে সেদিন অতিরিক্ত নজর থাকবে সন্দেশখালিতে। সন্দেশখালির প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের ন্যুনতম এক সেকশন আধা সেনা মোতায়ন করা হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সমস্ত দ্বীপ এলাকায় ভোট রয়েছে, সেখানে আগে থেকে সিকিউরিটি মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর, সুন্দরবন, বসিরহাট পুলিশ জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই সেখানে বিশেষ নজরদারি থাকবেন নির্বাচন কমিশনের।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

election news

Bengali news

loksabha election 2024

Sandeshkhali

latest bengali news

sandeshkhali news

Bangla Bews


আরও খবর


ছবিতে খবর