img

Follow us on

Saturday, Nov 23, 2024

Weather Update: ফের পারদ পতন, রাজ্যে ফিরে এল শীতের আমেজ

আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর তবধি আবহাওয়া সর্বত্রই শুকনো থাকবে।

img

আবহাওয়ার পূর্বাভাস

  2022-12-13 14:25:01

মাধ্যম নিউজ ডেস্ক: মন্দৌসের প্রভাব সরাসরি এ রাজ্যে না পড়লেও ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘনীভূত হওয়া জলীয়বাষ্পের ফলে ঢুকে পড়ায় উত্তর-পশ্চিম ভারতের ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে পারেনি। জলীয় বাষ্পের প্রভাব কেটে যেতেই ফের রাজ্যে ফিরেছে শীতের আমেজ (Weather Updated)। রবিবার বিকেল থেকেই পারদে পতন শুরু হয়েছে।

কী বলছে মৌসম ভবন?  

সোমবার সকালে কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা (Weather Updated) দেখা গিয়েছে। বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যায়। রবিবারের তুলনায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় ১.৫ ডিগ্রির মতো। উত্তুরে হাওয়া ঢোকাতেই আবহাওয়ায় এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর অবধি আবহাওয়া (Weather Updated) সর্বত্রই শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা একই থাকবে। 

এদিন বিকেলে কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার (Weather Updated) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে থাকতে পারে কুয়াশা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। 

আরও পড়ুন: "যে নেতারা শর্টকাটের রাজনীতি করেন, তাঁরাই করদাতাদের সবচেয়ে বড় শত্রু", বললেন মোদি   

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের (Weather Updated) রূপে অবস্থান করছে। এদিন জম্মু ও কাশ্মীরের বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৩ ডিসেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৪ ও ১৫ ডিসেম্বর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

উত্তর-পশ্চিম ভারতে এদিন তাপমাত্রার (Weather Updated) বড় কোনও পরিবর্তন না হলেও, মঙ্গলবার থেকে তাপমাত্রায় পতন হতে পারে। আগামী ২৪ ঘণ্টা পশ্চিম-মধ্য ভারতের ন্যূনতম তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আগামী ৪-৫ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। দক্ষিণে তামিলনাড়ু এবং কর্নাটক-উত্তর কেরলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।  ১৩ ডিসেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Tags:

Weather Update

Weather Forecast


আরও খবর


ছবিতে খবর