ঘটনার সময় ওই ক্রুজে ১৮ জন মহিলা-সহ মোট ৪৩ জন পর্যটক ছিলেন।
মুড়ি গঙ্গা
মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি বারাণসী এবং ডিব্রুগড়কে জুড়েছে জলপথ। গঙ্গার এই বিস্তীর্ণ পথে যাত্রা করছে এক বিলাসবহুল ক্রুজ। সেই ক্রুজ এই মুহূর্তে রয়েছে বাংলায়। এর মাঝেই দক্ষিণ চব্বিশ পরগণার সাগরে মাঝ নদীতে বিলাসবহুল ক্রুজে হয়ে গেল এক দুঃসাহসিক চুরি। ঘটনাটি (Muri Ganga) ঘটেছে রবিবার রাতে। বিষয়টিতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বিলাসবহুল আরভি কালওয়া পান্ডওয়া নামের ক্রুজ কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচুবেড়িয়ার মাঝামাঝি মুড়িগঙ্গা (Muri Ganga) নদীতে অবস্থান করার সময় কিছু দুষ্কৃতি এই ক্রুজে উঠে লুঠপাট চালায়। ঘটনার সময় ওই ক্রুজে ১৮ জন মহিলা-সহ মোট ৪৩ জন পর্যটক ছিলেন। কলকাতা থেকে ভাড়া করা হয়েছিল ক্রুজটিকে। অভিযোগ, ভাড়ার সময় ক্রুজের নিরাপত্তার পুরো দায়িত্ব নিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। ক্রুজ কলকাতা ছেড়ে সাগরের কাছে আসতেই, ছোট যন্ত্রচালিত নৌকায় করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ক্রুজে ওঠে।
সেই সময় ক্রুজের ভেতরে বাউল গানের অনুষ্ঠান চলছিল। নাচে-গানে মেতে ছিলেন পর্যটকরা। সেই সুযোগটাকে কাজে লাগিয়েই নিঃশব্দে একাধিক রুমে লুটপাট চালায় (Muri Ganga) দুষ্কৃতী দলটি। এই ঘটনায় সোনার গয়না, নগদ বেশ কিছু টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র খোওয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
আরও পড়ুন: মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন, দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা
সোমবার দুপুরে সাগর থানায় লিখিত অভিযোগ জানানো (Muri Ganga) হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু কীভাবে নদীর মাঝখানে এমন ঘটনা ঘটল! প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী নিরাপত্তা নিয়ে। ঘটনার পর সরাসরি ক্রুজ বুকিংকারি এজেন্টদের দিকে আঙুল তুলেছেন ক্রুজের যাত্রীরা। ক্রুজের এক যাত্রী জ্ঞানপ্রকাশ বাগ জানিয়েছেন, ক্রুজ বুকিংয়ের সময় নিরাপত্তার সমস্ত দায়িত্ব নিয়েছিল ওই সংস্থা। কিন্তু মাঝপথে এমন ঘটনা ঘটায় খুবই অসুবিধার মধ্যে পড়েছেন তারা। এমন ঘটনা ভবিষ্যতে আর যাতে কারুর সাথে না হয় সেজন্য তারা থানায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। ঘটনার পর থেকেই আতঙ্কিত পর্যটকরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: