খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন।
হাওড়ায় অগ্নিকাণ্ড
মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। সোমবার বেলা ১২টার পর হঠাৎই হাওড়া ময়দান চত্বরের একটি ব্যাগের দোকানে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। হাওড়া শহরের মত ঘিঞ্জি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। স্থানীয়রাও দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সাহায্য করতে এগিয়ে আসেন।
সামনেই পুজো। আর এরই মাঝে এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের মাথায় হাত। সবেমাত্র করোনার আবহ কাটিয়ে ব্যবসা আবার আগের মত শুরু করেছিল। পুজোর সময়েও ব্যবসা ভালো হবে ভেবেই কিছুটা আশার আলোও দেখেছিল। কিন্তু তার আগেই এই ভয়াবহ দুর্ঘটনায় কপালে চিন্তার ভাঁজ হাওড়ার ময়দান চত্বরের ব্যবসায়ীদের।
আরও পড়ুন: হায়দ্রাবাদে শো-রুমে বিধ্বংসী আগুন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৮, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
জানা গিয়েছে, হাওড়া ময়দানের কাছে একটি চামড়ার ব্যাগের দোকান আছে। আর সেখানেই হঠাৎ ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে চারপাশেও ছড়িয়ে পড়ে। দোতলার একাংশেও ছড়িয়ে পড়েছে আগুন। ওই বহুতলে পোশাকের দোকান, রেস্তোরাঁ রয়েছে। তবে কোথায় কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। প্রথমে চারটি দমকল পৌঁছলে পরে আরও চারটি দমকল পাঠানো হয়েছে। হাওড়া ময়দান চত্বরে পুজোর সময়ে স্বাভাবিকভাবেই প্রচন্ড ভিড়। আর তারই মধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেই কাজে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জিটি রোডে যান চলাচল। সূত্রের খবর অনুযায়ী, এই ব্যাগের দোকানে পাশে আরও দোকান রয়েছে, এবং সেই দোকানগুলোতেও আগুন ছড়িয়ে যাওয়ার পড়ার আশঙ্কা রয়েছে। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে যাতে পরিস্থিতি আরও বিপজ্জনক না হয়ে ওঠে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।