img

Follow us on

Sunday, Jan 19, 2025

Malda News: মালদার কালিয়াচকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৫ শিশু, টুইটে নিন্দা মালব্যর

একটি অগভীর পরিত্যক্ত কুয়োর মধ্যে মজুত করা ছিল বোমাগুলি। বল ভেবে সেই বোমাগুলি নিয়ে খুদেরা খেলতে শুরু করে। তখন...

img

মালদার কালিয়াচকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৫ শিশু

  2022-04-25 12:41:42

মাধ্য়ম নিউজ ডেস্ক: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে (bomb blast) গুরুতর জখম ৫ শিশু। আশঙ্কাজনক অবস্থায় তিনজন বর্তমানে মালদা মেডিক্যাল কলেজের (Malda medical college) চিকিৎসাধীন। বাকি দুজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার (Malda) কালিয়াচক (Kaliachak) থানার গোলাপগঞ্জ ফাঁড়ি এলাকার গোপালনগর গ্রামে। 

রবিবার বিকেলে মালদার কালিয়াচক থানার গোপালনগর এলাকার বাসিন্দা নিখিল সাহার বাড়ির পিছনের বাগানে খেলা করছিল পাঁচ বালক। সেখানেই জঙ্গলে একটি অগভীর পরিত্যক্ত কুয়োর মধ্যে মজুত করা ছিল বোমাগুলি। বল ভেবে সেই বোমাগুলি নিয়ে খুদেরা খেলতে শুরু করে। বল ছুড়ে ক‍্যাচ ধরতে গিয়েই ঘটে বিপত্তি। বিকট শব্দে আচমকাই বিস্ফোরণ হয়। 

বিস্ফোরণের শব্দে গ্রামবাসীরা ছুটে এসে শিশুদের উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে আহতরা হল বিক্রম সাহা(৮), শুভজিৎ সাহা (৯) মিঠুন সাহা (১০) সুবল সাহা (৬) আব্দুল রেহান (৪)। তাদের মধ্যে বিক্রম সাহা (৮), মিঠুন সাহা (৯) এবং আব্দুর রাহানের (১০) অবস্থা আশঙ্কাজনক। ‌মালদা মেডিক‍্যাল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন। কারও হাতে, কারও পায়ে আবার কারও গোটা শরীরে বারুদের ঝলসানো চিহ্ন।

খবর পেয়েই গোলাপগঞ্জ ফাঁড়ি এবং কালিয়াচক থানা থেকে পুলিশ বাহিনী ছুটে যায়।  তল্লাশিতে কুয়ো থেকে ২টি জার-ভর্তি বোমা উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, জমির মালিক স্থানীয় তৃণমূল (TMC) কর্মী। তার আত্মীয় যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, কীভাবে ওই বোমা-গুলি সেখানে মজুত করা ছিল এবং কারা এর পিছনে জড়িত রয়েছে, সেই সব বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। 

ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)। টুইটে তিনি লেখেন, “কীভাবে পাঁচ নাবালক বোমার ঘায়ে জখম হল, কারণ জানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata) উচিত কালিয়াচকে তৃণমূল (TMC) প্রতিনিধিদের  নিয়ে গঠিত একটি তথ্য অনুসন্ধান কমিটি (fact finding team) পাঠানো। পশ্চিমবঙ্গের করুণ অবস্থা কল্পনা করুন। এটা চলতে দেওয়া যাবে না।”

এর আগে, গত ২৭ মার্চ স্থানীয় ফুটবল মাঠে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ৩০টির মতো বোমা খুঁজে পেয়েছিল বীরভূম জেলা পুলিশ। বাহিনী সেগুলিকে সফলভাবে নিষ্ক্রিয় করায় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে রাজ্য পুলিশ মামলাটি তদন্তের জন্য সিআইডি-কে হস্তান্তর করে।

 

 

Tags:

tmc

Malda

Malda news

Kaliagunj

Malda Kaliagunj

bomb blast

crude bomb

Amit Malviya


আরও খবর


ছবিতে খবর