img

Follow us on

Friday, Jan 03, 2025

Mamata Banerjee: বদলাচ্ছে স্টার থিয়েটার, নয়া নাম বিনোদিনী, ঘোষণা মমতার

Star Theater: স্টার থিয়েটারের নতুন নাম বিনোদিনী, কেন এমন নাম মমতার জানেন?

img

স্টার থিয়েটার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত চিত্র।

  2024-12-31 09:46:17

মাধ্যম নিউজ ডেস্ক: স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী। সোমবার সন্দেশখালির সভা থেকে নয়া নাম ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “২০২৫ থেকেই স্টার থিয়েটারের (Star Theater) নাম বদলে যাচ্ছে। বিনোদিনীর নামে নামকরণ করা হবে এই প্রেক্ষাগৃহের।” এই ঘোষণায় ব্যাপক শোরগোল পড়েছে বিনোদন জগতে। তবে কেন এই নাম?

১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্পের উদ্বোধন (Mamata Banerjee)

সোমবার দুপুর ১টার কিছু পরে সন্দেশখালি পৌঁছন মমতা (Star Theater)। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দিতেই সভা করেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা এলাকার বাসিন্দাদের কাছে তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আজ এখান থেকে দ্বীপপুঞ্জের সাধারণ মানুষের জন্য ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। সেই সঙ্গে আরও একাধিক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা হাবের ধাচে সন্দেশখালিতে সন্দেশের হাব তৈরি করা হবে। একইভাবে নাম করণের যথার্থ ইতিহাসকে তুলে ধরতে হবে।”

স্টার থিয়েটার তো আর বিনোদিনীর টাকায় গড়া নয়

উল্লেখ্য, বিনোদিনী আর স্টার থিয়েটার (Star Theater) নাম দুটি সমার্থক। দুটি নামই অত্যন্ত প্রসিদ্ধ। নাট্য জগতে এই নামগুলি এক সময় আলোড়ন ফেলেছিল। প্রশ্ন হল, কেন নাম বদলাতে চাইছেন মুখ্যমন্ত্রী? বর্তমানে যেটি স্টার থিয়েটার, সেটি বিনোদিনীর টাকায় গড়া নয়। বিনোদিনীর স্টার থিয়েটার ছিল বিডন স্ট্রিটে। ১৯২৮ সালে সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি হওয়ার সময় সেটি অবলুপ্ত হয়। কিন্তু বিনোদিনী আর স্টারের নাম-মাহাত্ম্য এমনই যে, পরবর্তী কালে হাতিবাগানে স্টার থিয়েটারের সঙ্গেও মানুষের মনে ভেসে ওঠে বিনোদিনীর স্মৃতি। ফলে মমতার (Mamata Banerjee) ঘোষণায় ব্যাপক শোরগোল পড়েছে।

আরও পড়ুনঃ মমতার পরের দিনই সন্দেশখালিতে শুভেন্দুর জনসংযোগ যাত্রা

কবে প্রতিষ্ঠিত হয় স্টার থিয়েটার?

১৮৮৩ সালে স্থাপিত স্টার থিয়েটারের (Star Theater) নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন বিনোদিনী। কথিত আছে, নটী বিনোদিনীর সময়কালেও তাঁর নামে স্টার থিয়েটারের নামকরণ করার প্রস্তাব আসে। প্রস্তাব দেন গিরিশচন্দ্র ঘোষ এবং গুরমুখ রায়। কিন্তু শোনা যায়, বিনোদিনী নাকি নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন। মমতার এই ঘোষণাকে কী ভাবে দেখছেন স্টার থিয়েটার কর্তৃপক্ষ? প্রেক্ষাগৃহের তরফে জয়দীপ মুখোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত খবরটা আমরা শুনিনি। তবে দিদি যদি কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা হলে সেটা নিশ্চয়ই সব দিক বিচার করেই নেওয়া হবে। স্টারের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি।’’ তবে  ২০২৫ সালেই মুক্তি পাচ্ছে বিনোদিনী দাসীর জীবনকাহিনী অবলম্বনে বাংলা সিনেমা ‘বিনোদিনী: নটীর উপাখ্যান’। তাতে অভিনয় করছেন দেব ঘনিষ্ঠ অভিনেত্রী রুক্মিণী। তাই নয়া নামকরণের উদ্যোগে রাজনৈতিক স্বার্থ দেখছেন অনেকেই।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Mamata Banerjee

Madhyom

bangla news

Bengali news

Sandeshkhali

news in bengali

binodini

Star Theater


আরও খবর


ছবিতে খবর