img

Follow us on

Wednesday, Oct 30, 2024

CESC Abhiyan: ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি! সিইএসসিকে চরম সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: ‘‘সিইএসসি থেকে নির্বাচনী বন্ডে টাকা নিয়েছে তৃণমূল এবং সেই টাকা তুলতেই জনগণের পকেট কাটা হচ্ছে’’, অভিযোগ শুভেন্দুর

img

বিজেপির সিইএসসি অভিযান (সংগৃহীত ছবি)

  2024-07-26 20:25:20

মাধ্যম নিউজ ডেস্ক: ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সিইএসসিকে (CESC Abhiyan) চরম সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ, ‘‘সিইএসসি থেকে নির্বাচনী বন্ডে টাকা নিয়েছে তৃণমূল এবং সেই টাকা তুলতেই জনগণের পকেট কাটা হচ্ছে।’’ শুক্রবারে কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে সিইএসসি দফতরের কাছে ঊর্ধ্বমুখী বিল প্রত্যাহারের দাবিতে ধর্না কর্মসূচি করে রাজ্য বিজেপি। ধর্নায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এই বিক্ষোভ (CESC Abhiyan) থেকেই শুভেন্দু অধিকারী বলেন, ‘‘১৫ অগাস্ট পর্যন্ত সময় দিয়ে গেলাম। তার মধ্যে বাড়তি বিদ্যুৎ বিল না কমালে কীভাবে প্রত্যাহার করাতে হয় বিজেপি জানে!’’

শুক্রবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূলের বিরুদ্ধে চড়ালেন সুর শুভেন্দু অধিকারী

এরপরই দলীয় কর্মীদের উদ্দেশে বিরোধী দলনেতা বলেন, ‘‘অগাস্ট মাসে সিইএসসি এলাকায় (CESC Abhiyan) সাক্ষর অভিযান করুন। তারপর প্রত্যাহার না করলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন ২ ঘণ্টা বিক্ষোভ নয়, সোম থেকে শুক্র টানা ৫ দিন লাগাতার বিক্ষোভ করব।’’ শুক্রবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূলের বিরুদ্ধে চড়ালেন সুর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বললেন, ‘‘১৫ দিন আগে আমাদের প্রতিনিধি এই বিল্ডিংয়ে এসে বলেছিলেন প্রত্যাহার করার কথা। সিইএসসি তৃণমূলের কাছ থেকে ছাড়পত্র নিয়েই বিদ্যুতের বিল বাড়িয়েছে। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। যে শুধু মিথ্যার আশ্রয় নেয়। ফুটো সরকার, দেউলিয়া সরকার পেট্রোল, ডিজেলে টাকা বাড়িয়েছে, ইলেকট্রিকের ট্যারিফ বাড়িয়েছে।’’

প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে লাগাতার ৫ দিন এখানে বিক্ষোভ করব 

বিরোধী দলনেতার আরও সংযোজন, ‘‘প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে লাগাতার ৫ দিন এখানে বিক্ষোভ করব। ১৫ অগস্ট পর্যন্ত সিইএসসিকে (CESC Abhiyan) সময় দিলাম। মডেল ইলেকট্রিক অ্যাক্ট চালু হয়ে গেলে বুঝতে পারবে! মনোপলি ব্যবসার বীজ বপন করেছিল সিপিএম। ৪০০ কোটিতে নিয়ে গিয়েছে তৃণমূল।’’ এ ব্যাপারে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে এনিয়ে কথা বলেছেন বলেও জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘বিদ্যুৎমন্ত্রীকে বলেছি। উনি কথা দিয়েছেন, মডেল ইলেকট্রিক বিল শীঘ্রই পাস হয়ে যাবে। তখন আর রাজ্যের এই মনোপলি ব্যবসা চলবে না।’’ শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘ভোটের আগে ডিআর লটারির কাছ থেকে ৬০০ কোটি আর হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে ৪০০ কোটি টাকা নিয়ে আরেকটা পাকিস্তান বানানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’’

পুলিশ অনুমতি না দেওয়ায় (CESC Abhiyan) মামলা গড়িয়েছিল হাইকোর্টে

এদিনের সভায় হাজির ছিলেন বিজেপি নেতা তাপস রায়। তিনি অভিযোগ করেন, ‘‘এক মাসে  বাড়িতে ২০ হাজার ৪০০ টাকা বিদ্যুৎ বিল এসেছে। পুরো মনগড়া বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। এই জিনিস মেনে নেওয়া যায় না।’’ রাজ্যজুড়ে ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিলের প্রতিবাদে ধর্নার জন্য পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল হাইকোর্টে। গত শুক্রবারই ওই মামলায় শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীদের কর্মসূচি করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। প্রসঙ্গত, এদিন দুপুর আড়াইটের পর মুরলিধর সেন লেনে বিজেপির পার্টি অফিস থেকে মিছিল বের হয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সিইএসসি অফিসের সামনে এসে পৌঁছয়। তমোঘ্ন ঘোষ, সজল ঘোষ, অগ্নিমিত্রা পল, রাহুল সিনহা, জগন্নাথ চট্টোপাধ্যায়রা হাজির ছিলেন এদিনের কর্মসূচিতে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

 

Tags:

Mamata Banerjee

Madhyom

Suvendu Adhikari

bangla news

Bengali news

CESC Abhiyan


আরও খবর


ছবিতে খবর