img

Follow us on

Thursday, Nov 21, 2024

Mithun Chakrabarty: ‘‘আমি রাক্ষস, গোগ্রাসে খাই’’, হাসপাতাল থেকে বেরিয়ে কেন বললেন মিঠুন?

 Mithun discharged from Hospital: ডায়াবেটিক রোগীদের বিশেষ পরামর্শ মিঠুনের, সঙ্গে রাজনৈতিক বার্তাও

img

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী।

  2024-02-12 17:02:40

মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty)। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই অনুরাগীদের জানিয়ে দিলেন তিনি একেবারেই সুস্থ রয়েছেন। এখন কোনও সমস্যা নেই। তবে সমস্যার কারণও উল্লেখ করেছেন তিনি। ডায়াবেটিক রোগীদের সতর্ক করেছেন। একই সঙ্গে দিয়েছেন রাজনৈতিক বার্তাও। মহাগুরু জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পুরোদস্তুর প্রচার করবেন তিনি। মিঠুন হাসপাতালে থাকাকলীন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কুশল সংবাদ নিয়েছিলেন। সেই প্রসঙ্গে বিজেপি নেতা মিঠুন বলেন, ‘‘দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে।’’ 

ডায়াবেটিক রোগীদের সতর্কবার্তা

হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মিঠুন বললেন, ‘‘কোনও সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই।’’ এর পর ডায়াবিটিস রোগীদেরও পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘যাঁদের ডায়াবিটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।’’ তিনি যে চিনি একটু বেশি খান তাও জানালেন। চিকিৎসকদের কাছে এ জন্য বকা খেয়েছেন বলেও জানান মিঠুন। জানিয়ে দিলেন, শুটিংয়ে ফিরবেন শিগগিরিই। ১৯ ফেব্রুয়ারি থেকে ফ্লোরে যাওয়ার কথা। আক্ষেপ করে বললেন, '২ টো দিন নষ্ট হয়ে গেল'

আরও পড়ুন: হলদোয়ানির হিংসায় ধৃত ৩০, “দেবভূমির পবিত্রতা নষ্ট করা যাবে না”, বললেন ধামি

ভোটের প্রচারে মিঠুন

আগামী লোকসভা ভোটে প্রার্থী হবেন? মিঠুনের জবাব, না একদমই না। বিজেপি নেতার সাফ জবাব, ‘‘আমি প্রার্থী হলে ৪২টা আসন কে দেখবে?’’ তবে তাঁকে প্রচারের ময়দানে পুরোদস্তুর পাওয়া যাবে বলেও সোমবার জানিয়েছেন মিঠুন। তাঁর কথায়, ‘‘একদম। ১ তারিখ থেকে লাগাতার প্রচার। বিজেপির হয়েই করব। আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব।’’ সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সময় এসেছে, মানুষের জেগে ওঠা উচিত। যা হচ্ছে, মানা যায় না।’’ দেব তাঁকে হাসপাতালে দেখতে এসেছিলেন। তবে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। ‘প্রজাপতি’ ছবির সহঅভিনেতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেব এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমি রাজনৈতিক কোনও কথা বলি না। খুব বুদ্ধিমান ছেলে দেব। ভাল ছেলে। তবে রাজনৈতিকভাবে মন্তব্য করব না।’’ শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন মিঠুন। ভর্তি করানো হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন মিঠুন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

mithun chakrabarty

Mithun Chakrabarty Health

Mithun Released From Hospital

 Mithun discharged from Hospital


আরও খবর


ছবিতে খবর