img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mithun Chakraborty: এখন শাসক শিবির ছাড়তে চান ক’জন বিধায়ক? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মিঠুনের

বিজেপি সংখ্যালঘুদের বিরোধী নয়, সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কেউ উন্নয়ন ঘটাতে পারে তাহলে বিজেপিই পারবে।

img

মিঠুন চক্রবর্তী।

  2022-11-23 10:18:12

মাধ্যম নিউজ ডেস্ক: শহরে পৌঁছেই বিস্ফোরক দাবি করলেন মহাগুরু। বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক শাসক শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিতে চাইছেন। আগে সংখ্যাটা ছিল ২১ এখন তা বেড়েছে। ধীরে ধীরে আরও বাড়বে। বর্ধিত  সংখ্যাটা ক্রমশ প্রকাশ্য। বিজেপির হয়ে রাজ্যে নির্বাচনী প্রচারে এসে এমনই দাবি করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ পুরুলিয়া সফরে যাচ্ছেন ডিস্কো কিং। 

আরও পড়ুন: অপেক্ষা করুন, ছবি আসছে, সব সামনে আসবে! সারদা-প্রসঙ্গে মমতাকে নিশানা শুভেন্দুর

কী বললেন মিঠুন?

বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন (Mithun Chakraborty) গতবারও রাজ্যে এসে জানিয়েছিলেন, শাসকদলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিন বলেন,সংখ্যাটা বেড়েছে। মঙ্গলবার কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, "তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নয়, কারা দুর্নীতিগ্রস্ত নয়, চোখ এদিক-ওদিক ঘোরালেই বুঝতে পারবেন। তৃণমূলে যাঁরা ভালো, তাঁরা শান্ত। যাঁরা শান্ত, তাঁদের দিকে নজর রাখুন। যাঁরা শান্ত, তাঁদের শরীরী ভাষা সব কিছু বলে দেবে।" এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে মিঠুনের বিস্ফোরক দাবি, "হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন। রাজনীতিতে সবই সম্ভব।"

সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন প্রসঙ্গে মিঠুন দাবি করেন, "বাংলার পরিস্থিতি উদ্বেগজনক। বিজেপি সংখ্যালঘুদের বিরোধী নয়, সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কেউ উন্নয়ন ঘটাতে পারে তাহলে বিজেপিই পারবে।" তাঁর কথায়, "আমি সংস্কৃতি জগতের লোক। কাউকে ব্যক্তিগত আক্রমণ করব না। সরকার ও শাসকদলের নীতিগত সমালোচনা করেই মানুষকে বুঝিয়ে দেব, বিজেপি কেন যোগ্য।"

আরও পড়ুন: রাজ্যে সরকারের পতন আসন্ন! ফের ডিসেম্বর ডেডলাইনের হুঁশিয়ারি শুভেন্দুর

মিঠুনের সভা

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে জন সংযোগ বাড়াতে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ময়দানে নামিয়েছে বিজেপি (BJP)। দলীয় সূত্রে খবর, ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি রয়েছে  রাজ্যে। বুধবার পুরুলিয়ায় বিজেপির ( BJP ) পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা। রবিবার অনুব্রত-গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটে ব্লক স্তরে সংগঠনকে মজবুত করাই লক্ষ্য, জানিয়েছেন বিজেপি নেতা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

Tags:

Mithun Chakrabory

bjp-in-bengal

mp-mlas-are-going-to-join-bjp

mithun-claims-more-mp-mlas-are-going-to-join-bjp