কিছুদিনের মধ্যেই বঙ্গ সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
মোহন ভগবৎ
মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ জানুয়ারি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৬তম জন্ম দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। ওই দিন শহীদ মিনারের পাদদেশে সভা করবেন তিনি। নেতাজির জন্ম দিবসের অনুষ্ঠান সেখানেই পালন করবে আরএসএস। এদিনের সভায় নেতাজির আদর্শ, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করবেন ডঃ ভাগবত। গোটা রাজ্যের হাজার হাজার স্বেচ্ছা সেবক ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আরএসএস সূত্রে জানা গিয়েছে।
গত বুধবার কলকাতা এসে পৌঁছেছেন আরএসএস প্রধান (Mohan Bhagwat)। আগামী ২৩ জানুয়ারি অবধি এই শহরেই থাকবেন তিনি। হাতে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। বৃহস্পতিবার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন তিনি। এই ছয় দিনের সফরে একদিকে যেমন বেশ কয়েকবার সাংগঠনিক বৈঠক করবেন, তেমনই শহিদ মিনারে জনসভাও করবেন মোহন ভাগবত। আগামী ২৩ জানুয়ারি শহিদ মিনারে জনসভা করবেন সঙ্ঘ প্রধান। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েই তাঁর জন্মদিনে জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় রাজ্য বিজেপি নেতারাও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। শহিদ মিনারে জনসভা করার আগে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মোহন ভাগবতের দেখা করার কথা রয়েছে। এছাড়া ২০, ২১ ও ২২ জানুয়ারি সংগঠনের কর্মীবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন আরএসএস প্রধান। সূত্রের খবর, মূলত কলকাতা এবং হাওড়ার কর্মীরাই এই বৈঠকে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ভাটপাড়া থেকে উদ্ধার অসংখ্য বোমা, ম্যাটাডোরে তুলে নিয়ে গেল পুলিশ
এদিকে কিছুদিনের মধ্যেই বঙ্গ সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি এবারে মায়াপুর ইসকন মন্দিরেও যাবেন বিজেপি সভাপতি। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই রাজ্যে আসছেন নাড্ডা। চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই ভোটকেই পাখির চোখ করে রাজ্যে পা রাখছেন নাড্ডা- মোহন ভাগবতরা (Mohan Bhagwat)। ইসকন মন্দিরে পুজো দেওয়া থেকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপি সভাপতির। সোম ও মঙ্গল দু’দিন দিল্লিতে বিজের জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের শেষদিনেই দ্বিতীয়বারের জন্য দলের সভাপতি নির্বাচিত হয়েছেন জেপি নাড্ডা। সেজন্য তাঁকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: