অবিলম্বে ওই অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। যাঁরা এই ঘটনার শিকার তাঁদের রাজ্য সরকার আর্থিকভাবে সাহায্য করুক। যত শীঘ্র সম্ভব দোষীদের গ্রেফতার করা হোক দাবি বিরোধী নেতার
শুভেন্দু অধিকারী।
মাধ্যম নিউজ ডেস্ক: একবালপুর-মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় হাত রয়েছে আল কায়দা ও আইসিসের। তাদের প্রচ্ছন্ন মদতে এই ঘটনা ঘটেছে বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। তাঁর দাবি, এই হামলার জন্য ৫০০০ হিন্দু নিজেদের ঘর বাড়ি ছেড়ে কলকাতা থেকে পালিয়েছেন। তিনি বলেন, "আমি কলকাতা পুলিশকে চ্যালেঞ্জ করছি যে, এই ঘটনায় আপনাদের তিন জন আহত হয়েছেন। তিন জন আইপিএস আছেন হাসপাতালে। তবু আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন না?"
পুলিশের উদ্দেশে শুভেন্দু বলেন যে, "আপনারা বিজেপি নেতাদের ওই এলাকায় ইচ্ছা করে যেতে দেননি। অনেক এলাকায় ইলেকট্রিক বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পুলিশ আমাদের রাজ্য সভাপতিকে গ্রেফতার করেছে।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে শুভেন্দু বলেন, "ওঁরা জঘন্যরকম ভাবে হামলা চালাচ্ছে। আমরা চাই না বাঙালি হিন্দুরা আর এখান থেকে চলে যাক। আমরা এই বিষয় নিয়ে বাংলার রাজ্যপালকেও চিঠি লিখেছি। এই নিয়ে সঠিক প্রমাণ দিয়ে চিঠি লিখেছি স্বরাষ্ট্রমন্ত্রীকেও"। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তোলেন তিনি।
উল্লেখ্য, শনিবার রাত থেকে দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে একবালপুর-মোমিনপুর অঞ্চল। ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে বোতল ছোড়াছুড়ি-ইটবৃষ্টি হয়। অভিযোগ করা হয় বোমাবাজিও। শনিবার রাতের পর, রবিবার সন্ধ্যায় ফের উত্তেজনা ছড়ায় একবালপুর থানা এলাকায়। এরপরই, একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় কলকাতা পুলিশের দুই ডিসি-সহ ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় দু’পক্ষের বেশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী (Police Force)। নামানো হয়েছে র্যাফ (RAF)।
আরও পড়ুন: মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় গ্রেফতার সুকান্ত মজুমদার, নিয়ে আসা হল লালবাজার
সোমবার বিজেপির পর্যবেক্ষক দল ওই অঞ্চলে যেতে চাইলে তাদের আটকে দেয় পুলিশ। আটক করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদারের গ্রেফতারির প্রতিবাদে, কলকাতার জায়গায় জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান বিজেপির বিধায়করা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ করেন শুভেন্দু।
মোমিনপুরে কেন ৩ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রয়েছে সিইএসসি আধিকারিকদের কাছে জানতে চান রাজ্যের বিরোধী নেতা। এ প্রসঙ্গে তিনটি দাবি তোলেন শুভেন্দু। তিনি বলেন, অবিলম্বে ওই অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। যাঁরা এই ঘটনার শিকার হয়েছেন তাঁদের রাজ্য সরকার আর্থিকভাবে সাহায্য করুক। যত শীঘ্র সম্ভব দোষীদের গ্রেফতার করা হোক।