এ ভাবে চলতে থাকলে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শীঘ্রই ২০ হাজার ছুঁয়ে ফেলবে বলে আশঙ্কা স্বাস্থ্য আধিকারিকদের।
প্রতীকী ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর ঢাকে কাঠি পড়েছে। তবুও কোথাও যেন তাল কাটছে। ডেঙ্গির (Dengue) প্রকোপ প্রত্যেক দিন লাফিয়ে বাড়ছে শহর তথা সংলগ্ন জেলাগুলিতে। ডেঙ্গি পরিস্থিতি (Dengue situation in West Bengal) মোকাবিলায় কার্যত ব্যর্থ রাজ্য সরকার (Mamata Banerjee Government)। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৮৪০ জন। ডেঙ্গি পরীক্ষা হয়েছে ৭,৬৮২ জনের। শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ১২৯ জনকে। বর্তমানে সব মিলিয়ে ৫৪১ জন ডেঙ্গি আক্রান্ত রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ভাবে চলতে থাকলে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শীঘ্রই ২০ হাজার ছুঁয়ে ফেলবে বলে আশঙ্কা স্বাস্থ্য আধিকারিকদের।
আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ, উৎসবের আগে ডেঙ্গির পাশাপাশি ভয় ধরাচ্ছে কোভিড
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, যে জেলাগুলিতে ডেঙ্গি হু হু করে বাড়ছে, সেগুলি হল, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি এবং দার্জিলিং। ইতিমধ্যে হাওড়া, কলকাতা, হুগলিতে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের এক গৃহবধূর (Housewife dies by dengue) ৷ মৃতের নাম মৌমিতা ভট্টাচার্য । সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷
আরও পড়ুন: আপনি কি দ্বিতীয়বার ডেঙ্গিতে আক্রান্ত হতে পারেন? কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ডেঙ্গি হয়েছে?
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর রাজ্য সরকার। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে পুজোর (Durga Puja 2022) সময় স্বাস্থ্য কর্তাদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। পুজো স্পেশাল ডিউটি রোস্টার তৈরি হয়েছে। স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি পরিস্থিতি ভয়ানক। কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, ১৭টি বরোর মধ্যে আটটি বরোর ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। ১, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এবং ১২ নম্বর বোরোয় ডেঙ্গি পরিস্থিতি সবচেয়ে খারাপ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।