img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mukul Roy: সোমবার রাতে আচমকাই দিল্লিতে মুকুল! বাড়ছে জল্পনা

তাঁর আচমকা দিল্লি যাত্রার খবর ছিলনা পুত্র শুভ্রাংশু রায়ের কাছেও

img

ফাইল ছবি

  2023-04-18 08:52:29

মাধ্যম নিউজ ডেস্ক: ২ বছর পরে হঠাৎই দিল্লিতে মুকুল রায় (Mukul Roy)। সোমবার রাতে তিনি পৌঁছান রাজধানীতে। তাঁর আচমকা দিল্লি যাত্রার খবর ছিলনা পুত্র শুভ্রাংশু রায়ের কাছেও। সন্ধ্যার পরেই তন্নতন্ন করে খোঁজ শুরু হয় মুকুলের। জল গড়ায় এয়ারপোর্ট থানা অবধি। সেখানে মিসিং ডায়েরি করেন শুভ্রাংশু রায়। পরে দিল্লিতে হদিশ মেলে মুকুলের। বিভিন্ন মহলে জল্পনা শুরু বিজেপিতে যোগ দিতেই কি মুকুলের দিল্লি যাত্রা? সূত্রের খবর, মুকুলের নিরাপত্তারক্ষীরাই তাঁকে ছেড়ে দিয়ে এসেছেন কলকাতা বিমানবন্দরে। তবে তাঁরা নাকি জানতেন না যে উনি কোথায় যাবেন।

কী বললেন মুকুল (Mukul Roy)

দিল্লি বিমানবন্দরে নামার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুকুল (Mukul Roy) বলেন, ‘এমনিই এসেছি। দিল্লি আসতে পারি না? আমি তো এমপি ছিলাম।’ তবে চিকিৎসার জন্য দিল্লি সফর কি না, তা স্পষ্টভাবে জানাননি তিনি। যতদিন প্রয়োজন, ততদিন থাকবেন বলেও জানিয়েছেন মুকুল রায়। তাঁর এই সফরের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ৭ টা ৫৬ মিনিটের বিমানে দিল্লি গিয়েছেন বর্ষীয়ান এই নেতা। মুকুলের সঙ্গে ভগীরথ নামে এক ব্যক্তি আছেন বলেও জানা যাচ্ছে। রয়েছেন তাঁর গাড়ির চালকও।

পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুল (Mukul Roy) কি আবারও কোনও চমক দিতে চলেছেন

কোথায় থাকবেন? কেনই বা দিল্লি গেলেন? সে প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি মুকুলের কাছ থেকে। সাম্প্রতিককালে রাজনীতির ময়দানে খুব বেশি দেখা যায় না তাঁকে। সেই রাজনীতিককে আচমকা দিল্লি যেতে দেখে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতলেও ভোটের পর ১ মাসের মধ্যে তৃণমূল ভবনে গিয়ে দলবদল করেছিলেন মুকুল ও তাঁর ছেলে শুভ্রাংশু। যদিও বিধানসভায় বিজেপি বিধায়ক বলেই বিবেচিত হন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুল (Mukul Roy) আবারও কোনও চমক দিতে চলেছেন? সেই প্রশ্নই সামনে আসছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Mukul Roy