Nagerbazar Police: ধৃতের নাম শেখ মুফাসসিল।
বাইক পাচারকাণ্ডে ধৃত অভিযুক্ত
মাধ্যম নিউজ ডেস্ক: বাইক পাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। ধৃতের নাম শেখ মুফাসসিল। বিগত কয়েক বছর ধরেই দমদম এলাকায় বেড়েছে বাইক চুরির ঘটনা। দমদম থানা এলাকায় একের পর এক এমন চুরির ঘটনা ঘটলেও ধরা পড়েনি এক জনও। হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার— সেই সব এলাকা থেকে নিমেষের মধ্যে উধাও হয়ে যেত মোটরবাইক। তার পর তা চলে যেত বাইক পাচারকারীদের কাছে। তবে এবারে এই মোটর বাইক পাচার চক্রে পুলিশের জালে এসেছে এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২২ সেপ্টেম্বর ২০২২ দমদম সেন্ট মেরিজ এর সামনে থেকে একটি হোন্ডা বাইক চুরি হয়। ওই মাসের ২৫ তারিখ বাইকের মালিক নাগেরবাজার থানায় বাইক চুরি সংক্রান্ত অভিযোগ জানায়। এরপরে এই ঘটনার তদন্তে নামে নাগেরবাজার থানার পুলিশ। সূত্র মারফত খোজ খবর পেয়ে পুলিশ শেখ মুফাসসিলকে ওই চুরির বাইকসহ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি করার পর বাইকের নম্বর প্লেট বদলে দিত ওই অভিযুক্ত, এরপর সেই বাইক বিক্রি করে দিত। কিন্তু শেষ চুরির বাইক বিক্রি করার আগেই ধরা পড়ে যায় সে।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজেরও অবসান ঘটবে, বর্ধমানের সভায় ঘোষণা নাড্ডার
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই বাইক চুরির সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের খোঁজ পেতেই আজ ধৃতকে আদালতের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হয়। পুলিশ ধৃতকে নিজের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত আরও বাকিদের খোঁজ পেতে চাইছে।
প্রসঙ্গত, পুলিশ সূত্রের খবর, মোটরবাইক চুরি চক্রের একটি দল কিছু দিন পরপর জায়গা বদলে এ কাজ করে। এমনই একটি চক্র এখন দমদমে কাজ করছে। গত বছর ফের একটি মোটরবাইক চুরির অভিযোগ এলে পাচারকারীদের ধরতে তৎপর নাগেরবাজার থানার পুলিশ। পাচারকাণ্ডে একজন ধরা পড়ায় পরবর্তীতে আরও বাইক পাচারকারীর খোঁজ পাওয়া যাবে বলে মনে করছে নাগেরবাজার থানার পুলিশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।