বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় জখম হয়েছিলেন রামু বর্মন। সেই সময়ও স্থানীয় বিজেপি নেতৃত্ব পাশে ছিলেন
ক্যান্সার আক্রান্ত যুবকের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (নিজস্ব চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় জখম হয়েছিলেন রামু বর্মন। সেই সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব পাশে ছিলেন। সেই রামু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন। রোগের নাম শুনে পাহাড় ভেঙে পড়ে পরিবারের মাথায়। সামান্য কৃষিকাজ করে সংসার চলে তাঁদের। কোচবিহারের শীতলকুচির খলিশামারি গ্রামের চেঞ্জের কুঠি এলাকায় রামুর চিকিত্সা নিয়ে চরম উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ত্রাতার মতো এই পরিবারের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ছেলের চিকিত্সার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী (Nisith Pramanik) ।
বর্মন পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে শনিবার নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ও জেলা সভাপতি সুকুমার রায়, স্থানীয় বিধায়ক বরেনচন্দ্র বর্মন-সহ স্থানীয় নেতৃত্বরা রামুর বাড়িতে পৌঁছে তাঁর পরিবারকে ১২ লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি যাতায়াতের জন্যও সমস্ত খরচ বহন করা হবে বলে আশ্বাস দেন। নিশীথবাবু বলেন, রামুর বয়স ২৩ বছর। বাইরে থেকে তাকে দেখে বোঝার উপায় নেই , তিনি এরকম একটি রোগে আক্রান্ত। তাঁর চিকিত্সার জন্য বিপুল পরিমাণ খরচ। সেই খরচ আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিন তাঁর বাড়িতে এসে পরিবারের লোকজনকে সেই বার্তা দিয়ে গেলাম।
মন্ত্রীর সাহায্যে স্বাভাবিকভাবেই আবেগে আপ্লুত রামুর পরিবারের লোকজন। রামুর বাবা হীরালাল বর্মন বলেন, ছেলের রোগ ধরা পড়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই রোগের চিকিৎসা করার কোনও সামর্থ্য আমাদের ছিল না। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। নিশীথবাবু সাহায্যের জন্যে এগিয়ে আসায় আমরা খুশি। নিশীথের উদ্যোগে প্রশংসা করছেন শীতলকুচির মানুষরাও। এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তাঁর আগে কেন্দ্রীয় মন্ত্রীর (Nisith Pramanik) এই উদ্যোগে গেরুয়া শিবিরের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে রাজনৈতিক মহল মনে করছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।