img

Follow us on

Monday, Sep 16, 2024

Hoogly News: টাকা নেই, খাওয়াবেন কী? জন্মের পরই দুধের শিশুকে অন্যের হাতে

রাজ্যে বেহাল কর্মসংস্থানের মর্মান্তিক পরিণতি!

img

প্রতীকী ছবি

  2023-10-01 10:12:49

মাধ্যম নিউজ ডেস্ক: পুত্র সন্তান প্রসবের পরে হাসপাতাল থেকে ছাড় পাওয়া! তারপরই দুধের শিশুকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হলেন এক মা! কারণ শিশুকে লালন পালন করার মতো আর্থিক ক্ষমতা জন্মদাত্রীর নেই। ইটভাটার শ্রমিক ওই মায়ের স্বামীও নিখোঁজ। রীতিমতো কোর্ট পেপারে সই করেই নিজের পুত্র সন্তানকে দত্তক দিতে বাধ্য হলেন ইটভাটার ওই মহিলা শ্রমিক। ঘটনাটি ঘটেছে হুগলি জেলায় (Hoogly News) চুঁচুড়ায়। জন্মদাত্রী মা তো সন্তানকে ছাড়তে চায়না, কিন্তু রাজ্যে কর্মসংস্থানের বেহাল অবস্থাই প্রতিফলিত হল এই ঘটনায়, এমনটাই মত উঠে আসছে কোনও কোনও মহল থেকে।

পুলিশ সূত্রে কী জানা গেল? 

জানা গিয়েছে, গত ২২ সেপ্টেম্বর চুঁচুড়া জেলা (Hoogly News) হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা শ্রমিক। পাঁচ দিন পরে গত ২৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছুটি পান ওই মহিলা। তখনও পুত্র সন্তান তাঁর সঙ্গেই ছিল। এরপরেই দুধের শিশুকে দান করে দেন তিনি। সদ্যোজাত শিশুকে দত্তক নেন চুঁচুড়া চ্যাটার্জি বাগান এলাকার বাসিন্দা যাদব এবং বুলু মন্ডল নামের এক দম্পতি। চ্যাটার্জি বাগান (Hoogly News) এলাকার ওই দম্পতি শিশু পুত্রটিকে দত্তক নেওয়ার পরেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কর্তারা হাজির হন তাঁর বাড়িতে। তাঁরা বোঝাতে থাকেন যে শিশু দত্তক নেওয়ার বেশ কিছু সরকারি নিয়ম-কানুন রয়েছে। সেইমতো মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় যাদবকে। 

পুত্র দত্তক পেয়ে খুশি দম্পতি

অন্যদিকে মাত্র আট দিন বয়সের দুগ্ধ পোষ্য শিশুকে কোলে পেয়ে বেশ খুশি বুলু মন্ডল (Hoogly News)। কিছুতেই ওই সদ্যোজাত সন্তানকে হাতছাড়া করতে চান না দম্পতি। যাদবের দাবি, সম্পূর্ণ নিয়ম মেনেই দত্তক নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের তরফ থেকে অবশ্য ওই পুত্র সন্তানের জন্মদাত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, কোর্ট পেপারে ইটভাটা শ্রমিক জন্মদাত্রী মা লিখেছেন, ‘‘শিশুকে মানুষ করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই, তার ভরণপোষণের দায়িত্ব নিতে আমি অপারগ। তাই লিখিতভাবে সন্তানকে হস্তান্তর করছি।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Hoogly News


আরও খবর


ছবিতে খবর