img

Follow us on

Thursday, Sep 19, 2024

TMC 21 July: কেউ পাননি ভাতা, কারও কপালে জোটেনি ডিম-ভাত! ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মীরাই

Trinamool Workers: ২১ জুলাইয়ের সমাবেশে কী বলছেন তৃণমূল কর্মীদের একাংশ?

img

ক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের (সংগৃহীত ছবি)

  2024-07-21 15:13:02

মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাইয়ের (TMC 21 July) সমাবেশে কেউ এসেছেন সাগরদিঘি থেকে থেকে তো কেউ বা আবার বাঁকুড়া থেকে। তবে শহিদ সমাবেশে বাদ গেল না তৃণমূল কর্মী-সমর্থকদের ক্ষোভ। কারও অভিযোগ ভাতা পাচ্ছেন না তো কেউ আবার অভিযোগ করছেন সময় মতো মিলছে না খাবার। গোঘাট থেকে আসা এক তৃণমূল কর্মী (Trinamool Workers) তো কোনওরকম রাখঢাক না করেই সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বললেন, ‘‘পাক্কা ৩ ঘণ্টার ওপর লাইন দিয়ে রয়েছি, এখনও খাবার পাইনি। ব্যাপক ঠেলাঠেলি চলছে। চূড়ান্ত অব্যবস্থা।’’ আর এক তৃণমূল কর্মী সংবাদমাধ্যমের সামনে বললেন, ‘‘পরিবেশন যাঁরা করছেন, তাদের সংখ্যাও বেশ কম। আয়োজনও বেশ কম করা হয়েছে। অনেক লোকই লাইন দিয়েও খাবার পাচ্ছেন না। খাবার শেষ হয়ে যাচ্ছে। পাতা শেষ হয়ে যাচ্ছে।’’

বিশৃঙ্খলার ২১ জুলাই (TMC 21 July)

কিছু সমর্থক আবার বলছেন, ‘‘লাইনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। খাবার নিয়ে হুড়োহুড়ি চলছে।‘’’ অনেকের আবার এও অভিযোগ, ‘‘বহুবার ভাত শেষ হয়ে যাচ্ছে। বাড়ছে সমস্যা, খেতে পারছেন না কর্মীরা।’’ তবে ২১ জুলাইয়ের সমাবেশে পাতে মেনু রয়েছে সয়াবিন, ডিম ভাজা আর গরম ভাত। এতেই প্রশ্ন উঠছে, শহিদ দিবস (TMC 21 July) কি আদৌও আবেগের দিবস নাকি তা তৃণমূল কর্মীদের অভিযোগ দিবস হয়ে দাঁড়াল। মুখ্যমন্ত্রী গাল ভরা ভাষণ তো দিচ্ছেন, একাধিক প্রকল্প নিয়ে। তবে তার বাস্তবায়ন কী হচ্ছে! এমন প্রশ্ন আর বিরোধীরা তুলছেন না, খোদ তৃণমূলের কর্মী-সমর্থকরাই ক্ষোভ প্রকাশ করছেন এনিয়ে।

ভাতা বন্ধ, কী বলছেন তৃণমূল কর্মীদের (TMC 21 July) একাংশ?

সাগরদিঘি থেকে আসা এক তৃণমূল কর্মী (Trinamool Workers) জানিয়েছেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রায় ছয় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে। মতিউর শেখ নামে ওই কর্মীর আরও অভিযোগ, ‘‘আমরা বায়রন বিশ্বাসের নেতৃত্বে এসেছি। আমাদের মতো প্রচুর গরিব মানুষের ভাতা বন্ধ হয়ে রয়েছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সব বন্ধ হয়ে গিয়েছে। অনেক ভাতাই মিলছে না। এ বিষয়ে আমরা বিডিওকে জানালে তিনি বলছেন সরকার টাকা দিচ্ছে না।’’ বাঁকুড়া থেকে এসেছেন তৃণমূল কর্মী শেখ জোহাদও। একই অভিযোগ তাঁরও। তিনি বলছেন, ‘‘প্রায় ৫ থেকে ৬ মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া অন্য ভাতা পাওয়া যাচ্ছে না। কৃষক বন্ধু আটকে গিয়েছে। বিধবা ভাতা আটকে গিয়েছে। প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতাও আটকে গিয়েছে। যদিও আমাদের ওখানে বিজেপির বিধায়ক-সাংসদ। হতে পারে ওদের জন্য পাচ্ছি না।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

TMC 21 July

Trinamool workers


আরও খবর


ছবিতে খবর