বৃহস্পতিবারই আত্রেয়ী নদীর ধার থেকে উদ্ধার হয় ৪০ টি ব্যালট...
পুলিশের লাঠির ঘায়ে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে (নিজস্ব চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে আত্রেয়ী নদীর ধার থেকে ৪০টি ব্যালট উদ্ধার হয় বৃহস্পতিবারই। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। দেখা যায়, ব্যলটগুলিতে অধিকাংশ ভোটই বিজেপিতে পড়েছে। খবর পাওয়া মাত্র ওই স্থানে আসেন বিজেপি (BJP) নেতৃত্ব। নদীর ধারে জঙ্গলের মধ্য থেকে যে ব্যালটগুলি পাওয়া গিয়েছে, কুমারগঞ্জের বটুন গ্রাম পঞ্চায়েতের ব্যালট বলে জানা গিয়েছে। ব্যালট উদ্ধারের স্থান থেকে গণনা কেন্দ্রের দূরত্ব মাত্র ২০০ মিটার। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কুমারগঞ্জ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।
বিডিও অফিসের সামনে কুমারগঞ্জ রাজ্য সড়কও অবরোধ করেন বিজেপির কর্মীরা। পুলিশ ও বিজেপি (BJP) কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন জখম বিজেপি কর্মীকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। লাঠিচার্জে আহত এক বিজেপি কর্মী বলেন, ‘‘আমি একজন বিজেপির প্রার্থী। শুনতে পেলাম আমাদের ব্যালট পেপার নদীতে ফেলে দিয়েছে। সেই খবর শুনে আমরা ওই স্থানে যাই। আমরা বিডিওর কাছে জানতে চেয়েছিলাম ব্যালট পেপার কেন ফেলা হল? আমাদের নেতারা বিডিও অফিসের ভিতরে গিয়েছিল, আমরা চায়ের দোকানে চা খাচ্ছিলাম। সেই সময় পুলিশ এসে লাঠিচার্জ করে। পুলিশ-প্রশাসন পরিকল্পিতভাবে এই সব করেছে। আমরা কোনও অশান্তি করিনি।’’
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘‘ভোটের নামে রাজ্যে প্রহসন হচ্ছে। বটুন পঞ্চাতের ব্যালট পেপার কুমারগঞ্জের গণনা কেন্দ্রের কিছুটা দূরের নদীর ধারে পাওয়া গিয়েছে।এই নির্বাচনকে কেন্দ্র করে কতটা অত্যাচার হয়েছে এবার আমরা সেটা টের পাচ্ছি। বিডিও নিজের পাপ ঢাকতে এখন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে৷ পুলিশের লাঠিচার্জে আমাদের অনেক বিজেপি (BJP) নেতা ও কর্মী হাসপাতালে ভর্তি। আমরা এই ঘটানার প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামবো।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।