img

Follow us on

Saturday, Jan 18, 2025

Panchayat Election 2023: কুড়মি প্রার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

'মামলাকারীদের বিরুদ্ধে ১৫ জুলাই পর্যন্ত পদক্ষেপ করা যাবে না...'

img

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি।

  2023-06-30 20:48:24

মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) প্রার্থী হয়েছেন তাঁরা। অভিযোগ, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের ধমকেছিলেন। এর পর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ২৮ জন কুড়মি প্রার্থী। মামলার শুনানি চলে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। শুক্রবার আদালতের নির্দেশ, ওই প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে। ১৫ জুলাই পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

কুড়মিদের বিক্ষোভ

গত ২৬ মে ঝাড়গ্রামে নবজোয়ার কর্মসূচি সেরে লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে অভিষেকের কনভয়ের সামনে বিক্ষোভ দেখান কুড়মিরা। এই হামলার ঘটনায় কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি রাজেশ মাহাত ও আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজি মাহাত সহ মোট ১৫ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। এদের মধ্যে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। যদিও রাজেশের দাবি ছিল, সিবিআই তদন্তের।

অভিষেকের হুঁঁশিয়ারি

বিক্ষোভকারীদের (Panchayat Election 2023) হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেছিলেন, “যারা করেছে, তাদের সবাইকে চিহ্নিত করেছি। প্রশাসনও চিহ্নিত করে ব্যবস্থা নেবে। ভদ্রতার খাতিরে গাড়ি থেকে নেমে হেঁটেছি। খেলা তুমি শুরু করেছ, আমি শেষ করব।” ওই মামলায় অভিযুক্তরা পঞ্চায়েত নির্বাচনে কুড়মি প্রার্থীদের প্রচারে অংশ নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা না হয়, সেই আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুড়মিরা। সেই মামলায় আদালতের নির্দেশ, মামলাকারীদের বিরুদ্ধে ১৫ জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। তাঁরা তাঁদের বাড়ির ঠিকানা, এই কয়েকদিন যেখানে তাঁরা থাকবেন, সেখানকার ঠিকানা ও তাঁদের মোবাইল নম্বর স্থানীয় থানায় জমা দেবেন।

আরও পড়ুুন: আতিকের দখল করা জমিতে বহুতল, গরিবদের হাতে ফ্ল্যাটের চাবি দিলেন যোগী

এক সময় জঙ্গলমহলে রাজ্যের শাসক দল তৃণমূলের আধিপত্য থাকলেও, ক্রমেই সরছে পায়ের নীচের মাটি। সম্প্রতি পঞ্চায়েতে ‘নো ভোট টু টিএমসি’র ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। ধৃত নেতাদের মুক্তি না দিলে এবং কুড়মি সমাজের দাবি (Panchayat Election 2023) না মানলে তৃণমূলকে ভোট দেওয়া হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছিল কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। জঙ্গলমহলে লড়াইয়ের ময়দানে রয়েছেন কুড়মি সমাজের প্রার্থীরাও। প্রার্থী যে দেওয়া হবে, তা আগেই জানিয়েছিলেন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মাহাত। তিনি বলেছিলেন, “আমরা এবার পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে প্রার্থী দেব।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Calcutta High court

bangla news

Bengali news

panchayat election 2023

 kurmi candidates


আরও খবর


ছবিতে খবর