img

Follow us on

Saturday, Jan 18, 2025

Park Circus Firing: ভরদুপুরে পার্কসার্কাসে গুলি, মৃত ২, রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্য সচিবকে তলব রাজ্যপালের

Park Circus: নিজের রাইফেল থেকে গুলির পর আত্মঘাতী কনস্টেবল 

img

দিনের আলোয় গুলি চলল পার্ক সার্কাসে

  2022-06-10 18:29:35

মাধ্য়ম নিউজ ডেস্ক : ভরদুপুরে শহরের প্রাণকেন্দ্রে ঝাঁকে ঝাঁকে গুলি। মৃত্যু এক মহিলার। আত্মহত্যা এক কনস্টেবলের।  আজ দুপুর ২টো নাগাদ পার্ক সার্কাস (Park Circus Firing) মোড়ে এই ঘটনা ঘটে।  বাইকে চলন্ত অবস্থায় পিঠে গুলি লাগে ওই মহিলার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন ওই গাড়ির চালক। এরপর নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা (Suicide) করেন পুলিশ (Police) কর্মীটি। 

জানা গেছে, ওই মৃত পুলিশ কর্মীর নাম টুডুপ লেপচা। তাঁর বাড়ি দার্জিলিং। পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ছিলেন। সম্প্রতি যোগ দিয়েছিলেন কলকাতা পুলিশের পঞ্চম ব্য়াটেলিয়নে। তবে আপাতত ছিলেন ছুটিতে। শুক্রবার সকালেই কাজে যোগ দিয়েছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান,মানসিক অবসাদে ভুগছিলেন টুডুপ। আর তা থেকেই আচমকা এই গুলি বৃষ্টি। মোট দশ রাউন্ড গুলি চালিয়েছেন ওই পুলিশকর্মী। হাইকমিশের সামনে পুলিশ বুথেই কর্মরত ছিলেন তিনি। হঠাৎই নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন। রাস্তা দিয়ে তখন বাইকের পিছনে চেপে যাচ্ছিলেন ওই মহিলা। সোজা পিঠে গুলি লাগে তাঁর। উল্টে পড়ে যান তিনি। ছিটকে যায় তাঁর পায়ের চটি। আহত হন ওই বাইক চালকও। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। 
 
পরপর দু দিন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এক চিঠি লিখে শুক্রবার রাত দশটার মধ্য়ে রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছেন। প্রশাসনের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীরও হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন। আবেদন জানিয়েছেন শান্তির।   

শান্তির আবেদন জানাচ্ছেন শুভবুদ্ধি সম্পন্ন সকলেই। তবে শহরের বুকে দিনদুপুরে যেভাবে গুলি চলল, আর বেঘোরে প্রাণ গেল এক মহিলার, তা আমজনতার নিরাপত্তা নিয়েই গভীর প্রশ্ন তুলে দিল। 

 

Tags:

 Park Circus Firing

Park Circus Shooting

Kolkata Firing

Park Circus

Woman Killed

Police Man


আরও খবর


ছবিতে খবর