img

Follow us on

Sunday, Jan 19, 2025

SSC Scam: ফের ইডি হেফাজত! ৫ অগাস্ট পর্যন্ত CGO কমপ্লেক্সের জেলেই থাকতে হবে পার্থ-অর্পিতাকে

হুইল চেয়ারে বসে থরথর করে কাঁপছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর শরীরি ভাষাই বলে দিচ্ছিল যে, তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন।

img

পার্থ চট্টোপাধ্যায়।

  2022-08-04 08:19:31

মাধ্যম নিউজ ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha Chatterjee and Arpita Mukherjee) আরও দুই দিনের ইডি হেফাজত। SSC দুর্নীতির মামলায় (SSC Scam) এখনও সব তথ্য হাতে আসেনি। তাই দু'জনকেই ফের একবার জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে চেয়েছিল ইডি। সেই আবেদনে সাড়া দিল ব্যাঙ্কশাল কোর্ট। তবে চারদিন নয় আরও ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ৫অগাস্ট পর্যন্ত সল্টলেকের CGO কমপ্লেক্সের জেলেই থাকতে হবে পার্থ-অর্পিতাকে। জানা গিয়েছে, এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেননি। তবে ইডি হেফাজতের বিরোধিতা করেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও এই হেফাজতের বিরোধিতা করেন।

এদিন ব্যাঙ্কশাল কোর্টে পেশের আগে, জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি (ED)। এদিন সকাল সোয়া ১১টা নাগাদ পার্থ-অর্পিতাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে দু’জনকে নিয়ে ব্যাঙ্কশাল কোর্টের উদ্দেশে রওনা হন ইডির আধিকারিকরা। হাসপাতালে থেকে বের হওয়ার সময় চুপ রইলেন পার্থ চট্টোপাধ্য়ায়। মুখের কাছে দু'হাত জড়ো করে রেখে, চোখ বন্ধ অবস্থায় হাসপাতাল থেকে বেরিয়ে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী। বরং হুইল চেয়ারে বসে থরথর করে কাঁপছিলেন তিনি। তাঁর শরীরি ভাষাই বলে দিচ্ছিল যে, তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন।  

আরও পড়ুন: অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম খান, টুলু মণ্ডলের বাড়িতে যৌথ অভিযানে ইডি-সিবিআই

উল্টো দিকে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) মাস্ক নামিয়ে কিছু বলার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে মুখ খুলতে দেননি। বুধবারও হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতাকে। এর আগে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে একাধিকবার মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কখনও ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। কখনও আবার বলেছেন, "নেত্রীর সিদ্ধান্ত ঠিক", তবে দল থেকে সাসপেন্ড প্রসঙ্গে হেঁয়ালি বজায় রেখে জানান, সময় এলে বোঝা যাবে। 

আরও পড়ুন: অভিজাত আবাসন থেকে নেল আর্ট পার্লার, 'গুপ্ত'ধনের সন্ধানে অভিযান ইডি-র

সময় এলে সবকিছু বলব, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) এই বক্তব্যকে হাতিয়ার করেই বুধবার তাঁকে আরেক দফা নিজেদের হেফাজতে রাখার আর্জি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নগর আদালতের ইডি স্পেশাল কোর্টে এই আর্জি করেন তদন্তকারীরা। অফিসারদের দাবি, থিতু হওয়ার জন্য সময় চাইছেন পার্থ। ২৪ জুলাই গ্রেফতার হওয়ার পর থেকে অর্পিতা ইডির বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন। তাদের দেওয়া সূত্র ধরে একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রাথমিক সাফল্যও পেয়েছে ইডি। 

 

 

Tags:

Partha Chatterjee

bengal ssc scam

Arpita Mukherjee

Joka ESI hospital


আরও খবর


ছবিতে খবর