img

Follow us on

Saturday, Jan 18, 2025

Partha Chaterjee: ‘‘আমাকে বাঁচান”! পার্থর কাতর আর্জি কাজে এল না, ফের জেল হেফাজতের নির্দেশ

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থকে কতদিনের জেল হেফাজতের নির্দেশ দিল কোর্ট?

img

ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় (সংগৃহীত ছবি)

  2024-12-06 09:37:34

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) অনেকে জামিন পেয়েছেন। আশা ছিল, তিনিও জামিন পেয়ে যাবেন। আর তাই জামিনের জন্য কাতর আবেদন করেই চলেছেন। কিন্তু, তাতে কোনও লাভ হচ্ছে না। এদিন দীর্ঘ শুনানির পরেও মিলল না জামিন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় খারিজই হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) ও সন্তু গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন। ১৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। এখন পরবর্তী শুনানিতে কী হয় সেটাই দেখার।

আদালতে কী হল?(Partha Chaterjee)

বুধবার সুপ্রিম কোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের মামলার শুনানিতেও দুই বিচারপতির বেঞ্চ পার্থকে (Partha Chaterjee) ভর্ৎসনা করে। তাঁকে 'আপাত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি' বলে উল্লেখ করেন। আবার, নিম্ন আদালতে এজলাস পরিবর্তনের দাবি করলে, পার্থর আইনজীবীকেও শেষ পর্যন্ত ভৎর্সনার মুখে পড়তে হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে কলকাতার বিচার ভবনের বিচারক বলেন, ‘‘আপনি বেঞ্চ নিয়ে এত ভাবছেন কেন? আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন ৷ কোন আদালতে মামলা থাকবে, সেটা আপনি ঠিক করবেন না ৷’’

অন্যদিকে, বৃহস্পতিবার ফের কলকাতা হাইকোর্টে নিয়োগ মামলায় অভিযুক্তদের জামিনের পক্ষে সওয়াল করলেন আইনজীবীরা। তাঁদের যুক্তি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যদের দীর্ঘদিন কারাবাসের পরে এখনও নিম্ন আদালতে বিচারপর্ব শুরু হয়নি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সহ চারজনের জামিনের আবেদনে সরকারি অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার নিয়ে ফের প্রশ্ন উঠল তৃতীয় বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন, ‘‘রাজ্য যদি অনুমতি না দেয় তবে তো বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে না। অভিযোগকারীদের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বের কি যুক্তি রয়েছে? এদের যদি আদালত জামিন দেয় তাহলে সাক্ষী ও তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা কি থাকছে না? যখন, ডিভিশন বেঞ্চে এক বিচারপতি এটাই আশঙ্কা করেছেন। সরকারি অনুমোদনের ব্যাপারে মুখ্যসচিব কেন অগ্রণী ভূমিকা গ্রহণ করছে না?”

আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের জেগে ওঠার ডাক দিলেন শুভেন্দু

‘‘আমাকে বাঁচান”, কাতর আর্জি পার্থর

আইনজীবী মিলন মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) ও শান্তি প্রসাদ সিন‍্‍হার পক্ষে সওয়াল করতে গিয়ে বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন কিন্তু বাকি সরকারি আধিকারিকদের ক্ষেত্রে কারও অনুমোদন নেওয়া হয়নি। সুতরাং এই মামলার বিচারপর্ব কবে শুরু হবে কোনও ঠিক নেই। তাই প্রত্যেকে জামিনের আবেদন করছে। প্রত্যেকেই অসুস্থ ও সিনিয়র সিটিজেন।” পার্থকে নির্দোষ প্রমাণে দিনভর কার্যত মরিয়া দেখায় তাঁকে। তাঁর দাবি, তাঁর মক্কেল কোনও ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নন। যদিও সিবিআইয়ের দাবি, এজেন্ট মারফৎ টাকা তুলে ৭৫২ জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছিল। ৩১০ জন অযোগ্যের চাকরি নিশ্চিতও করা হয়েছিল। সিবিআইয়ের অভিযোগ, এই তালিকা পাঠিয়েছিলেন পার্থ নিজেই। যদিও তারপরেও থামেনি পার্থর কাতর আর্জি। বারবার বলতে থাকেন, ‘‘আমাকে জামিন দিন। আমি কিছুই করিনি। যা করেছে বোর্ড করেছে। আমাকে বাঁচান।” কিন্তু, আপাতত আদালতের নির্দেশে ১৬ তারিখ পর্যন্ত হেল হেফাজতেই থাকছেন তিনি। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

Recruitment scam

partha chaterjee


আরও খবর


ছবিতে খবর