SSC Scam: ‘‘অবৈধভাবে যারা চাকরি পেয়েছে, তাদের সকলকে...’’, আদালতে বড় মন্তব্য সিবিআইয়ের
পার্থ চট্টোপাধ্যায়
মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার দশমীর দিন বিশেষ আদালতে এসএসসি মামলার (SSC Scam) শুনানি ছিল। শুনানিতে পার্থ চট্টোয়াপধ্যায় (Partha Chatterjee), শান্তিপ্রসাদ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহাকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এছাড়াও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় দুই মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিং-কে। প্রত্যেককেই আরও ১৪ দিন কাটাতে হবে জেলে। বাকি তিন জনই এদিন জামিনের আবেদন করলেও, জামিনের আবেদন করেননি পার্থ চট্টোপাধ্যায়। বরং তিনি চুপ করে রইলেন। সব শুনলেন, বুঝলেন। কিন্তু জামিনের আবেদন করলেন না। যা দেখে হতবাক অনেকেই। এদিন পার্থর সঙ্গে এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক কুমার সাহাকে ভার্চুয়ালি আদালতে তোলা হয়।
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড পার্থই, কী বলছে সিবিআই চার্জশিট?
গত ২৩ জুলাই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকে প্রতিবার শুনানিতেই নানা কারণ দেখিয়ে জামিন চেয়েছেন তিনি। চোখের জলও ফেলেছেন আদালতে। শারীরিক অসুস্থতার কথা জানিয়েও আদালতের সহানুভূতি চেয়েছেন তিনি। আদালত বার বার জানিয়েছে তাঁর মতো ক্ষমতাশালী ব্যক্তি জেলের বাইরে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। তিনি বার বার বোঝানোর চেষ্টা করেছেন যে, বাইরে বেরোলেও এই মামলায় তথ্যপ্রমাণ নষ্ট করার ক্ষমতা তাঁর নেই। কিন্তু এদিন তা করলেন না। আদালতে উপস্থিত থাকলেও এদিন জামিনের আবেদন করলেন না।
আরও পড়ুন: ‘‘যাঁরা বেআইনি চাকরি পেয়েছেন, পদত্যাগ করুন নইলে...’’, নির্দেশ হাইকোর্টের
অন্য দিকে, শান্তিপ্রসাদ, কল্যাণময়, অশোকরা জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এমনকি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশকে ডিভিশন ওয়ান বন্দি হিসাবে দেখার আর্জি করা হলে সেই মৌখিক আবেদনও খারিজ করে দেয় আদালত। সিবিআই (CBI)- এর আইনজীবী সওয়াল করে বলেন, "৩৮১ জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। চক্রান্তে জড়িত আরও কতগুলি নাম সামনে আসা বাকি। সিবিআই প্রত্যেক অপরাধীকেই জেলবন্দি করতে চান। কারণ যাঁরা বাইরে আছেন, তাঁরা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে।" এরপরই অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: