img

Follow us on

Sunday, Jan 19, 2025

Vande Bharat Express: কোনও কথা বললেন না, কর্তব্যে অবিচল! সবুজ পতাকা নেড়ে বন্দে ভারতের সূচনা মোদির

হাওড়া স্টেশনে বঙ্গে বন্দে ভারতের সূচনা লগ্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

img

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদি। হাওড়া স্টেশনে মমতা বন্দ্যোপাধ্যায়।

  2022-12-30 12:38:47

মাধ্যম নিউজ ডেস্ক: কিছুক্ষণ আগেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন। স্থির, শান্ত, তবু কর্তব্যে অবিচল। মা-ই তো তাঁকে শিখিয়েছেন জাতির স্বার্থে কাজ করে যেতে। তাই মায়ের প্রয়াণে কাজের মধ্য দিয়েই মাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও কথা বললেন না, সবুজ পতাকা নেড়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদি।

একাধিক কর্মসূচি মোদির

সদ্য মাকে হারিয়েছেন। চোখে-মুখে কষ্টের ছাপটা স্পষ্ট। বেলা ১১টা ৪০ মিনিটে ভার্চুয়ালি  হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রেলের সবুজ পতাকা হাতে ট্রেন যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে মঞ্চের নীচেই দাঁড়িয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে সমবেদনা প্রকাশ করলেন। অনুষ্ঠান ছোটো করে নরেন্দ্র মোদিকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা জোকায় ১০০ কোটি টাকায় তৈরি করা হয়েছে। যা দেশে জল, নিকাশি ও পরিচ্ছন্নতার হাব হতে চলেছে। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে হাওড়া স্টেশনে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফুল দিয়ে সাজানো ছিল গোটা ট্রেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাতায়াত আরও সহজ হবে। মাত্র সাত ঘণ্টার মধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা। বন্দে ভারতের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেনের গতি কতটা হবে, সেটা এখনও স্পষ্ট নয়। বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে বোলপুরে। এর পাশাপাশি মালদহ টাউন এবং বারসোই স্টেশনেও দাঁড়াবে এই এক্সপ্রেস ট্রেন। যাত্রী স্বাচ্ছন্দ্যে বিশ্বমানের ট্রেনগুলিকে টক্কর দিতে তৈরি বন্দে ভারত। ট্রেনটি পুরোটাই এসি চেয়ার কার। প্রতিটি আসন ৩৬০ ডিগ্রি ঘুরবে অর্থাৎ কোচে থাকবে রিভলবিং চেয়ার। খাওয়াদাওয়ার ব্যবস্থা রয়েছে ট্রেনের ভিতরেই।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Mamata Banerjee

Narendra Modi

Howrah

Vande Bharat Express

pm-narendra-modi-inaugurrates-vande-bharat-express