img

Follow us on

Wednesday, Oct 30, 2024

Narendra Modi: ব্রিগেডে একমঞ্চে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী! ডিসেম্বরে লক্ষ কণ্ঠে গীতা পাঠে থাকবেন দুজনেই?

ডিসেম্বরে লক্ষ কণ্ঠে গীতা পাঠ কলকাতায়, হাজির থাকতে পারেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

img

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

  2023-11-09 13:43:11

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের ২৪ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 'লক্ষ কন্ঠে গীতা পাঠ'-এর কর্মসূচি নিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। এই কর্মসূচির আয়োজন থেকে  পরিকল্পনা সমস্ত কিছুতেই সক্রিয় ভূমিকা রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের। কর্মসূচির উদ্যোক্তাদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই কর্মসূচিতে হাজির থাকতে পারেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার জানা গেল ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও প্রধানমন্ত্রী দফতর থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আয়োজকদের দাবি, ডিসেম্বরের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাজির থাকাটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। দেশের প্রধানমন্ত্রী (Narendra Modi) এবং রাষ্ট্রপতি ছাড়াও ওইদিনের কর্মসূচিতে দেখা যেতে পারে দুই শংকরাচার্যকেও।

কী বলছেন আয়োজক সংগঠনের সভাপতি?

'লক্ষ কন্ঠে গীতা পাঠ' অনুষ্ঠানের আয়োজক সংগঠনের নাম 'অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ'। এই সংগঠনের সভাপতি  স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বলেন, ‘‘এই কর্মসূচি হবে সকলের জন্য। কোনও রাজনীতি নয়।মানবকল্যাণের লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠান। আমরা প্রথমে ঠিক করেছিলাম মাননীয় রাষ্ট্রপতি আসুন। পরে আমরা প্রধানমন্ত্রীর (Narendra Modi) কথা ভাবি। সব ঠিক থাকলে উনি ওই দিন অনুষ্ঠানে থাকছেন। সকলের সঙ্গে গীতাপাঠে অংশও নেবেন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা কমপক্ষে এক লাখ মানুষের সমাবেশ করব। সমবেত কণ্ঠে তাঁরা গীতা পাঠ করবেন। এটা অতীতে বিশ্বের কোথাও কখনও হয়নি।’’

আমন্ত্রিত থাকবেন মুখ্যমন্ত্রীও

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে, তা আগেই জানানো হয়েছিল আয়োজকদের তরফে। এর পাশাপাশি হিন্দু ধর্মের অসংখ্য মঠ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানের কর্ণধারদেরও সেদিনের অনুষ্ঠানে দেখা যাবে। এমনটাই দাবি উদ্যোক্তাদের। এবিষয়ে প্রদীপ্তানন্দ মহারাজ বলেন, ‘‘আমরা রাজ্যে সনাতন ধর্মের যত সংগঠন, আশ্রম, স‌ংস্থা রয়েছে সকলকেই যোগদানের আবেদন জানিয়েছি। সব রাজনৈতিক দলের সাংসদ, বিধায়কদেরও আমন্ত্রণ জানাব। সামনেই জগদ্ধাত্রী পুজো। সেটা মিটে গেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে যাওয়া হবে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi

bangla news

Bengali news

The Gita

how to recite gita

Drapaudi Murmu


আরও খবর


ছবিতে খবর