img

Follow us on

Sunday, Jan 19, 2025

Prophet Row: বেথুয়াডহরি স্টেশনে ভাঙচুর বিক্ষোভকারীদের, প্রতিবাদে ৭২-ঘণ্টা ব্যবসা বন‍্‍ধ

Prophet Row: ...

img

অগ্নিগর্ভ নদিয়া

  2022-06-13 19:08:25

মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া, মুর্শিদাবাদের পর এবার নদিয়া।

পয়গম্বর হজরত মহম্মদকে (Prophet) নিয়ে বিজেপির (BJP) প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যের প্রতিবাদে গতকাল মিছিল বের হয়েছিল বেথুয়াডহরিতে (Bethuadahari)। সেই মিছিলই হিংসাত্মক রূপ নেয়। বেথুয়াডহরি স্টেশনে ট্রেনে ভাঙচুর চালানো হয়। একটি মিছিলের পর হঠাৎ করেই ভাঙচুর শুরু হয় বলে দাবি স্থানীয়দের।

বেথুয়াডহরি হাসপাতালের সামনে এবং ৩৪ নম্বর জাতীয় সড়কেও ভাঙচুর করা হয়। বাদ যায়নি দোকান ও বাড়িও। এই ঘটনার পরেই পরিস্থিতি সামলাতে নাকাশিপাড়া ব্লকে রবিবার রাত থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ট্রেনে ভাঙচুর ও গণ্ডগোলের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বেথুয়াডহরি স্টেশনে বিপুল সংখ্যায় মোতায়েন করা হয় জিআরপি (GRP)।

আরও পড়ুন: হাওড়ায় 'ফেল' দুই পুলিশকর্তার কলকাতায় 'প্রোমোশন পোস্টিং'!

অবরোধের জেরে আপ রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার আটকে পড়ে। বেথুয়াডহরি স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। অবরোধের জেরে রানাঘাট লালগোলা শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবরোধের জেরে বেথুয়াডহরি স্টেশনে দু’টি ট্রেন আটকে পড়ে।

অন্য দিকে স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। এর ফলে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগের প্রধান রাস্তা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। রাস্তায় দাঁড়িয়ে পড়ে একের পর এক বাস, ট্রাক, গাড়ি। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আরও পড়ুন: সুকান্তর পর শুভেন্দু! এবার হাওড়া যাওয়ার পথে বিরোধী দলনেতাকে আটকাল পুলিশ!

এর প্রতিবাদে এবার বড় পদক্ষেপ স্থানীয় ব্যবসায়ী সমিতির। প্রতিবাদের নামে বিক্ষোভকারীদের তাণ্ডবের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সমিতি ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দেন বেথুয়াডহরিতে। 

বিতর্কিত মন্তব্যের আঁচ পড়ে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাসনাবাদেও। সোমবার সকালে শিয়ালদা হাসনাবাদ শাখায় কাজিপাড়া স্টেশনে ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে সপ্তাহের প্রথম দিনই সকালের ব্যস্ত সময়ে শিয়ালদা-হাসনাবাদ শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। মিনিট ২০ পর অবরোধ ওঠে।

এদিকে, সোমবারেও মুর্শিদাবাদে দেখা গেল চাপা উত্তেজনা। নূপুর শর্মার গ্রেফতারের দাবিতে কয়েক হাজার ইসলাম ধর্মীয় মানুষ বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন বড়ঞায়। তবে মিছিল চললেও অবরোধ কর্মসূচি ও অন্য কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো জন্য বড়ঞা থানার পক্ষ থেকে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 

Tags:

nupur sharma

Prophet Muhammad

prophet row

Nupur Sharma comment row

Violence in Nadia

Murshidabad agitation

North 24 Parganas


আরও খবর


ছবিতে খবর