img

Follow us on

Monday, Nov 25, 2024

Rajdhani Express: রেললাইনে চলে এল ট্রাক, অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস!

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)

img

রাজধানী এক্সপ্রেস

  2023-06-07 09:52:48

মাধ্যম নিউজ ডেস্ক: ৭ দিনও হয়নি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার। সেই রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের কয়েক হাজার যাত্রী অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন। রেল লাইনের মাঝে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার উপক্রম হয় রাজধানীর, কিন্তু ট্রেন চালক সঙ্গে সঙ্গে ব্রেক কসায় দুর্ঘটনার পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন: নিছক দুর্ঘটনা না অন্তর্ঘাত? সত্য উদঘাটনে বালাসোরে সিবিআই, শুরু তদন্ত

কীভাবে ঘটল এই ঘটনা?

জানা গিয়েছে, পুরুলিয়ার সাঁওতালডিহি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে খবর, সোমবার সন্ধ্যার মুখে আদ্রা ডিভিশনের একটি স্টেশনে লেভেল ক্রসিং পার হওয়ার সময় আচমকাই খারাপ হয়ে যায় একটি ট্রাক এবং তা আটকে পড়ে রেল লাইনের ওপর। কোনও ভাবেই সেটাকে সরানো, নড়ানো যাচ্ছিল না। এমন অবস্থায় দূর থেকে প্রচন্ড গতিতে ছুটে আসছিল রাজধানী এক্সপ্রেস। ট্রাকের সঙ্গে সংঘর্ষ প্রায় অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল, কিন্তু চালকের দক্ষতায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। সঙ্গে সঙ্গে চালক ব্রেক কষেন, নয়তো শুক্রবারের বালাসোরের চিত্রই হয়তো বা দেখা যেত পুরুলিয়ার আদ্রা ডিভিশনে।

সাসপেন্ড গেটম্যান...

ঘটনার পর পরই লেভেল ক্রসিং এর দায়িত্বে থাকা গেটম্যানকে সাসপেন্ড করেছে ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আধিকারিক বিকাশ কুমার এই খবর জানিয়েছেন। পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার বলেন, ‘‘সাঁওতালডিহি রেল ক্রসিংয়ে ভোজডি স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। রাজধানীর (Rajdhani Express) চালক এমার্জেন্সি ব্রেক কষে পরিস্থিতির সামাল দেন। ওই গেটম্যানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিং ভালোভাবে পড়েনি এক দিক খোলাই ছিল। সেই জায়গা দিয়ে ট্রাকটি ঢুকে পড়ে এবং রেল লাইনের মাঝে তা খারাপ হয়ে যায়। যদিও ওই ট্রাকের গায়ে রাজধানীর একটি বগির খানিক অংশ ঘষা খায়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Rajdhani Express


আরও খবর


ছবিতে খবর