img

Follow us on

Sunday, Jan 19, 2025

Ram Navami: রাজ্যে রামনবমী ঘিরে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী...

img

অশান্তির পরে রিষড়ার ছবি

  2023-04-27 11:45:11

মাধ্যম নিউজ ডেস্ক:  রামনবমীর শোভাযাত্রায় হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া-সহ রাজ্যের কয়েকটি এলাকায় হামলার ঘটনা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে এ সংক্রান্ত সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করতে হবে। ১০ এপ্রিল হাই কোর্টে এনআইএ জানিয়েছিল, তারা এই ঘটনায় তদন্ত করতে তৈরি। এর পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, কারা এই অশান্তিতে জড়িত, তা জানা রাজ্য পুলিশের পক্ষে অসম্ভব। প্রসঙ্গত, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ডালখোলা, শিবপুর এবং রিষড়া।

শোভাযাত্রায় হামলার ঘটনায় হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা

রামনবমীর শোভাযাত্রায় উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি ছড়ানো হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে রামভক্তদের ওপর হামলার ঘটনায় তা প্রমানিত। এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত চেয়ে তখন হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেছিলেন তিনি। গত ১০ এপ্রিল শুনানির দিন হাইকোর্টে এনআইএ জানিয়েছিল, তারা ওই অশান্তির ঘটনাগুলির তদন্ত করতে প্রস্তুত। এর পর আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল, কারা এই অশান্তির ঘটনায় জড়িত এবং কারা উস্কানি দিয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন। হাই কোর্টের এ-ও পর্যবেক্ষণ, পুলিশের রিপোর্টে স্পষ্ট যে, অশান্তি হয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

ramnavami

highcourt