জামিনের আর্জি খারিজ করলেও সিবিআইকে বিচারপতি প্রশ্ন করেন, "জোরালো যুক্তি না থাকলে এক জনকে কত দিন বন্দি করে রাখতে পারবেন?"
কল্যাণময় গঙ্গোপাধ্যায়
মাধ্যম নিউজ ডেস্ক: ফের জামিন পেলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। আজ দুই হেভিওয়েট কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যর জামিন মামলার (Recruitment Scam) শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। সিবিআইকে বিচারপতি বাগচীর পরামর্শ, "নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের ভাল করে তদন্ত করুন। অযোগ্যদের তো আর ভালবেসে চাকরি দেওয়া হয়নি!" জামিনের আর্জি খারিজ করলেও সিবিআইকে বিচারপতি প্রশ্ন করেন, "জোরালো যুক্তি না থাকলে এক জনকে কত দিন বন্দি করে রাখতে পারবেন?"
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার জামিনের আর্জি খারিজ হয়ে গেলেও বৃহস্পতিবার আবার মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্ত।
গত ১৩ ডিসেম্বর কলকাতা হাই কোর্টে জামিনের (Recruitment Scam) আর্জি জানান কল্যাণময়। আদালত এই প্রসঙ্গে সিবিআই- এর কাছে তাদের বক্তব্য শুনতে চেয়েছিল। ২২ শে ডিসেম্বর সিবিআই- এর জবাবে সন্তুষ্ট হয়নি আদালত।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ১১৩ দিন বন্দি রয়েছেন কল্যাণময়। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন তিনি। এ প্রসঙ্গে কল্যাণময়ের আইনজীবী বলেন, "তাঁর মক্কেলের শারীরিক সমস্যা রয়েছে। তা ছাড়া স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কমিটির উপদেষ্টা ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। তাঁর দেওয়া সুপারিশপত্র মেনেই নিয়োগ করা হয়েছে।" সিবিআইয়ের তরফে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করা হয়। সিবিআই-এর পক্ষে আইনজীবী অরুণ মাইতি বলেন, "আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। অনুসন্ধানের সময় বেনিয়ম পেয়েছি বলে গ্রেফতার করা হয়েছে।"
সিবিআই-এর তরফে আদালতে উল্লেখ করা হয়, শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে চক্রান্তে যুক্ত ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শান্তিপ্রসাদ সিনহার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে নিজেই সরাসরি নিয়োগপত্র দিতেন। প্যানেলের (Recruitment Scam) মেয়াদ শেষ হওয়ার পরে নিয়োগপত্র দেওয়া হত।
আরও পড়ুন: ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, বেতন বন্ধের নির্দেশ
দুতরফের সওয়াল-জবাব শোনার পরে (Recruitment Scam) বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য বলেন, "আমরা এই দুর্নীতির কার্যপ্রণালী এবং এই দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা জানতে চাই। কোন আর্থিক লেনদেন হয়েছে? কত জনকে চাকরি দেওয়া হয়েছে?" তিনি আরও বলেন, "চাকরি নিশ্চয়ই ভালোবাসার কারণে দেওয়া হয়নি? টাকার লেনদেন আছে কিনা খুঁজে দেখুন। কতদিন জেলবন্দি করে রাখতে পারবেন? গোটা বিচারপ্রক্রিয়া ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবেন? তদন্ত দ্রুত চালান।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: