img

Follow us on

Saturday, Jan 18, 2025

RG Kar: ‘‘ফাঁসিয়েছে বিনীত গোয়েল’’! প্রিজন ভ্যানে ওঠার সময় নাম নিয়ে চিৎকার ধৃত সঞ্জয়ের

Vineet Goyal: ‘‘আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে’’, আদালতের বাইরে দাবি সঞ্জয়ের...

img

সরকার ফাঁসিয়েছে বলে শিয়ালদা কোর্ট চত্বরে ফের চিৎকার ধৃত সঞ্জয়ের (ফাইল ছবি)

  2024-11-12 09:11:19

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই শুরু হয় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার প্রক্রিয়া। এদিন সাক্ষ্য গ্রহণ শেষে বের হওয়ার সময় ফের ষড়যন্ত্রের অভিযোগ তুলতে দেখা গেল ধৃত সিভিক ভলান্টিয়ারকে। তার দাবি, বিনীত গোয়েল (Vineet Goyal) ফাঁসিয়েছে তাকে। প্রসঙ্গত, সোমবার শিয়ালদা আদালতে আরজি করের (RG Kar) নির্যাতিতা ছাত্রীর বাবা হাজির ছিলেন। ডাক্তার ছাত্রীর এক প্রতিবেশী বলে পরিচিত সঞ্জীব মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তিন ঘণ্টা ধরে সাক্ষ্য গ্রহণ চলে। বিকাল ৫টার একটু পরে আদালত থেকে তাঁরা বের হন।

সরকার ফাঁসিয়েছে, মন্তব্য সিভিকের (RG Kar)

প্রসঙ্গত, সম্প্রতি যে চার্জশিট জমা দেয় সিবিআই, সেখানে একমাত্র অভিযুক্ত হিসেবে ধৃত সিভিক ভলান্টিয়ারের (RG Kar) নামই রয়েছে। গত সপ্তাহে চার্জ গঠন করে শিয়ালদা আদালত। সে সময়ও প্রিজন ভ্যান থেকে বেরোনোর সময় চিৎকার করেছিল ধৃত সঞ্জয় রায়। এদিনও একইভাবে চিৎকার করে সে। সঞ্জয় বলে, ‘‘আমাকে কোনও কথা বলতে দেয়নি। বড় বড় অফিসার সব! আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল, ডিসিডিডি স্পেশ্যাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। আমাদের সরকারও ওদের সমর্থন করেছে।’’

ডিপার্টমেন্ট ভয় দেখাচ্ছে

সঞ্জয় এদিন বলে, ‘‘আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে।’’ সরকার ও ‘ডিপার্টমেন্ট’ তাকে ভয় দেখাচ্ছে বলেও দাবি করেছিল সে। ধৃতের কথায়, ‘‘আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম যে আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে সেখানেও যেতে দিল না। সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না। ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে। আমি পুরোপুরি নির্দোষ।’’ আগের দিনও সঞ্জয় বলে,  ‘‘আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। আমায় নীচে নামিয়ে দিল। আমার কথা শুনছে না। পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। এমনকী ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে…আমি পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে (Vineet Goyal)।’’  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

rg kar

madhyom news

news in bengali

Vineet Goyal

rg kar civic volunteer


আরও খবর


ছবিতে খবর