img

Follow us on

Saturday, Jan 18, 2025

RG Kar case: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই, অভিযুক্ত সন্দীপ ঘোষ-সহ ৫

CBI: মমতা ঘনিষ্ঠ সন্দীপের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিল সিবিআই…

img

ধৃত সন্দীপ ঘোষ। ফাইল চিত্র।

  2024-11-29 17:43:26

মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় আরজি কর (RG Kar case) হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল গত ৯ অগাস্ট। এবার আর্থিক দুর্নীতির মামলায় ৮৭ দিনের মাথায় তদন্তকারী অফিসারেরা আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছেন। মোট ১২৫ পাতার চার্জশিট ছিল। তার সঙ্গে আরও ৫০০ পাতার অতিরিক্ত নথি জমা করেছে তদন্তকারী সংস্থা। ফলে আরও বিপাকে সন্দীপ ঘোষ।

আর্থিক অভিযোগ করেছিলেন সহকর্মীরা (RG Kar case)

সূত্রে জানা গিয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালে (RG Kar case) আর্থিক নয়-ছয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ওই হাসাপাতলের সহকর্মীরাই। এদিন দুপুর ২টো ১৫ নাগাদ আদলাতে আসেন সিবিআইয়ের অফিসাররা। সন্দীপ ঘোষ নিজের প্রভাব খাটিয়ে হাসপাতালে সবরকম বেআইনি কাজ করতেন। নিজের পছন্দের লোকজনকে টেন্ডার পাইয়ে দিতেন। ওষুধ, জৈব উপাদান-সহ নানা বিষয়ে তিনি বেআইনি কাজ করতেন। ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল, মেমরি কার্ড-সহ অন্তত ১৮টি ডিজিটাল ডিভাইসের ‘ক্লোনিং’ করা হয়েছে বলে দাবি সিবিআই-এর। সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। সমস্ত দুর্নীতির তথ্য এদিন তদন্তকারী অফিসাররা জমা করেন। সন্দীপের সঙ্গে আর বাকি যারা অভিযুক্ত তারা হল, সুমন হাজরা, বিপ্লব সিং, আফসার আলি, আশিস পান্ডে।

২ সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই

চিকিৎসক তরুণীর মৃত দেহ উদ্ধারের পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করে। তাঁকে ওই হাসপাতাল (RG Kar case) থেকে সরিয়ে মমতা সরকার ন্যাশেনাল মেডিক্যাল কেলেজে অধ্যক্ষ নিযুক্ত করলে সেখানকার জুনিয়র ডাক্তাররা ব্যাপক বিক্ষোভ দেখান। পরে সরকার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। গত ২ সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর চিকিৎসক তরুণীকে হত্যার প্রমাণ লোপাটের গুরুতর অভিযোগে গ্রেফতার করে সিবিআই। ফলে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়ায় বিরাট চাপের মুখে মমতা ঘনিষ্ঠ এই ডাক্তার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

news in bengali

RG Kar Case


আরও খবর


ছবিতে খবর