Vineet Goyal: বিনীত গোয়েলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অপরাধে কোনও ব্যবস্থা নিতে চাইলে আইন অনুযায়ী রাজ্যই নিতে পারে
আরজি করের ঘটনায় বিনীত গোয়েলের বিপক্ষে পদক্ষেপ করতে পারে রাজ্য, জানাল কেন্দ্র। সংগৃহীত চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) নির্যাতিতার নাম বলা নিয়ে প্রাক্তন পুলিশ কমিশনার তথা আইপিএস বিনীত গোয়েলের (Vineet Goyal) বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে রাজ্য। কলকাতা হাইকোর্টে এমনই জানাল কেন্দ্র। আরজি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি শৃঙ্খলাভঙ্গের অপরাধে কোনও ব্যবস্থা নিতে হয়, তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্যই নিতে পারে৷ কলকাতা হাইকোর্টে একথা জানালেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী।
আরজি করের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ করায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন, আইপিএস-দের বিরুদ্ধে প্রাথমিক ভাবে কোনও পদক্ষেপ কে নিতে পারে? তার উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে আইপিএস-রা রাজ্যে কর্মরত, তাঁদের ব্যাপারে কোনও পদক্ষেপ করতে পারে রাজ্যই। তাঁর বিরুদ্ধে কোনও শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা যদি নিতে হয়, তাহলে সেটা রাজ্যই নিতে পারে। তবে রাজ্য যদি কোনও পদক্ষেপ না করে বা রাজ্যের পদক্ষেপে কেন্দ্র যদি সন্তষ্ট না-হয়, তবে তারা আপিল করতে পারে। তবে কেন্দ্রের তরফে এটাও স্পষ্ট করা হয়েছে, এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক।
আরও পড়ুন: মহারাষ্ট্রের কুর্সিতে ফিরছে বিজেপির নেতৃত্বাধীন মহাযূতি জোট, বলছে সমীক্ষা
প্রসঙ্গত, বিনীতের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান তিনি। গত শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায়, আরজি কর-কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানেই ওই বিষয়টি জানানোর কথা বলেছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টকেই বিষয়টি নিষ্পত্তি করতে নির্দেশ দেয়। আগামী ২৩ ডিসেম্বর ফের মামলার শুনানি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।