Mamata Banerjee: কাদের আড়াল করতে সঞ্জয়ের ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী?
সঞ্জয় রায় (বাঁদিকে), মমতা বন্দ্যোপাধ্যায় (ডানদিকে) (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Incident) সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের রায়ের পর পরই মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন। আদালত তথ্য প্রমাণের ওপর নির্ভর করে রায় দিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সরব হয়েছেন। তাঁর এই অতি উৎসাহ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে অভয়ার বাবা-মা এই ঘটনায় হতবাক। বিরোধীরাও এই অতি উৎসাহের পিছনে প্রকৃত দোষীদের যে মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছেন তার অভিযোগ তুলেছে। কারণ, সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে সমস্ত কিছুই ধামাচাপা পড়ে যাবে। তাই, মমতা এতটা সক্রিয় বলে বিরোধীদের অভিযোগ। খোদ অভয়ার বাবা- মাও মুখ্যমন্ত্রীর অতি সক্রিয়তা ভালোভাবে নেননি।
আরজি করকাণ্ডের (RG Kar Incident) রায় বের হওয়ার পর পরই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "আরজি কর মামলার রায়ে রাজ্য উচ্চ আদালতে যাবে। সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চাইছে রাজ্য। ফাঁসি হলে সান্ত্বনা পেতাম। আমাদের হাতে থাকলে ফাঁসির সাজা দেওয়া হত।" সাধারণত, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর অভয়ার বাবা-মায়ের খুশি হওয়ার কথা ছিল। কারণ, তিনি তাঁদের মেয়ের হত্যাকাণ্ডে জড়িতর সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। কিন্তু, বাস্তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর অভয়ার বাবা বলেছেন, "তাহলে কি উনি (পড়ুন মুখ্যমন্ত্রী) শিয়ালদা আদালতের বিচারককেও মানছেন না? বিচারক যে রায় দিলেন সেটা তিনি মানছেন না? এটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই। তাহলে তিনি বিচারকের বিরুদ্ধেই তদন্ত করুন। সঞ্জয়কে ফাঁসির সাজা দিতেই হবে এই মনোভাব প্রথম দিন থেকেই কেন? এটা মুখ্যমন্ত্রীকে সরাসরি জিজ্ঞেস করতে চাই। পিছনে যারা জড়িত রয়েছে সেটাকে বের না করে সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন, কারণটা কী? ডিএনএ রিপোর্টে স্পষ্ট দেখা গিয়েছে অন্য লোকও উপস্থিত ছিল। সিএসএফএল (ফরেন্সিক রিপোর্ট)- ও বলেছে ওইরকম জনবহুল জায়গায় একজনের পক্ষে ঢুকে গিয়ে একটা মেয়েকে ওভাবে মেরে বেরিয়ে আসা সম্ভব নয়। উনি কি ফাঁসি দিয়ে বুঝিয়ে দিতে চান যে আমরা বিচার দিয়ে দিলাম। আমরা চাইছি আরও তদন্ত হোক, যারা যারা জড়িত তাদের সামনে এনে কঠোরতম শাস্তি হোক।"
আরও পড়ুন: ‘ঘটনা বিরলতমই’! আরজি করে নির্যাতিতার বাড়িতে শুভেন্দু, আজ শুনানি সুপ্রিম কোর্টে
অভয়ার মা (RG Kar Incident) বলেন, "সঞ্জয়ের সঙ্গে অনেকেই আছে। যে চারজনের সঙ্গে আমার মেয়ে ডিউটিতে ছিল তাদের সিবিআই বা পুলিশ (যে চারদিন ছিল) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদই করেনি। পাঁচজন একসঙ্গে ডিউটি করছে, হঠাৎ হাসপাতালে ডিপার্টমেন্টের মধ্যে একজন ধর্ষণ, খুন হয়ে গেল, আর কেউ কিছু জানল না, এটা তো কেউই বিশ্বাস করবে না। আমিও করি না, প্রথম দিন থেকেই। আমাদের তাড়াতাড়ি আসতে বলে সাড়ে তিন ঘণ্টা বসিয়ে রাখা হল। এদিকে ভিতরে সিপি, এসিপি সবাই উপস্থিত। পরে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়,অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস, দেবাশিস সোম সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলেন। আমার মেয়ের দেহ যেখানে ছিল সেখানে সবাই উপস্থিত। কোনও কর্ডন নেই। মাছের বাজার হয়ে গিয়েছিল। এগুলো তথ্যপ্রমাণ লোপাটেরই অংশ। তদন্তটা ঠিক করে হোক। কারা কারা যুক্ত সেটা সামনে আসুক।"
অভয়ার মা আরও বলেছেন, "আমরা মেয়ের দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়েছিলাম। আমাকে দিয়ে জোর করে সই করিয়ে ২০ মিনিটের মধ্যে গ্রিন করিডর করে মেয়ের দেহ (RG Kar Incident) বাড়ি নিয়ে গেল। আমরা তখন টালা থানায় বসে। পুলিশ আমাদের গাড়ি থেকে নামতেও দেয়নি। এফআইআর লিখতেও দেয়নি। প্রথমে ৭ জন পুলিশ ছিল। পরে প্রায় ২০০ পুলিশ হয়ে গিয়েছিল। পাশের বাড়ি থেকে ফোন করে বলে তাড়াতাড়ি চলে এসো। নাহলে ওকে শ্মশানেই নিয়ে চলে যাব। বাড়ি গিয়েও কিছু করতে পারিনি। ২ কিলোমিটার অবধি পুলিশ। আমাদের টাকা দিতে চাওয়া হয়েছিল। দ্রুত দেহ শ্মশানে নিয়ে লোকাল এমএলএ, লোকাল কমিশনার তাঁরা দেহ চুল্লিতে ঢুকিয়ে দেন। লোকাল এমএলএ লোকাল কমিশনারের পিঠ চাপড়ে বলছিলেন 'ওয়েল ডান বয়'। এটা কি কারও নির্দেশ ছিল? কারও নির্দেশ ভালোভাবে পালন করা হচ্ছিল বলেই কি 'ওয়েল ডান বয়' বলা হচ্ছিল? এরকম অনেক প্রশ্ন আমাদের রয়ে গিয়েছে। কোথাও একটা অদৃশ্য শক্তি কাজ করছে। এই অদৃশ্য শক্তিটা আমরা বের করতে চাই। তারপর তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাই।"
কাদের আড়াল করতে সঞ্জয়ের ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী?
মমতার ফাঁসির দাবি প্রসঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "সঞ্জয়ের চরম শাস্তি আমরাও চাই। কিন্তু মুখ্যমন্ত্রীর এত তাড়া কেন? কারণটা, খুবই পরিষ্কার। সঞ্জয় যেন মুখ খুলতে না পারে। সঞ্জয় বারবার এক আইপিএসের কথা বলছে। যদি সঞ্জয় বিবেক কুমারের নাম বলে, সন্দীপ ঘোষের নাম বলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে যাবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান না সঞ্জয় মুখ খুলুক। সে কারণেই সঞ্জয়কে তড়িঘড়ি ফাঁসিতে ঝোলাতে চান মুখ্যমন্ত্রী।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।